You will be redirected to an external website

Adipurush: অনেক তর্ক-বিতর্ক, প্রতিকূলতা পেরিয়ে..প্রথম দিনেই একশো কোটির দৌড়ে ‘আদিপুরুষ’!

Adipurush:-অনেক-তর্ক-বিতর্ক,-প্রতিকূলতা-পেরিয়ে..প্রথম-দিনেই-একশো-কোটির-দৌড়ে-‘আদিপুরুষ’!

প্রথম দিনেই একশো কোটির দৌড়ে ‘আদিপুরুষ’!

গত ১৬ জুন মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। তেলুগুভাষী কিছু অঞ্চলে এই ছবি নিয়ে দেখা গিয়েছে ব্যাপক উন্মাদনা। অনুরাগীরা জমায়েত করে পটকা ফাটিয়েছেন। ছবিতে রাম চরিত্রে প্রভাসের রাজকীয় প্রত্যাবর্তনে এই উদ্‌যাপনের কারণ। প্রেক্ষাগৃহে হনুমানের জন্য সংরক্ষিত আসন নিয়েও জোরদার চর্চা সমাজমাধ্যমে।

সমীক্ষা বলছে, দেশের বাজারে এই ছবির প্রথম দিনের সংগ্রহ ৯০ কোটি টাকা। হিন্দিভাষী অঞ্চল থেকে ৩৬-৩৮ কোটি, আর তেলুগুভাষী অঞ্চল থেকে ৬০ কোটি। বাণিজ্য বিশ্লেষকদের অনুমান ছিল, এই ছবি মুক্তির প্রথম দিনে বিশ্ব জুড়ে আয় হতে পারে ১৩০ থেকে ১৫০ কোটি টাকা। সে দিকেই চলেছে ‘আদিপুরুষ’-এর অঙ্ক। অতিমারি পরবর্তী হিন্দি ছবির দুনিয়ায় এটি তৃতীয় বৃহৎ ‘ওপেনিং’। আগে রয়েছে ‘পাঠান’ এবং ‘কেজিএফ ২’।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘আরআরআর’-এর প্রথম দিনের উপার্জনের চেয়ে অনেক কম। রাজামৌলির এই ছবির প্রথম দিনের আয় ছিল ২৫৭ কোটি টাকা। এমনকি, প্রভাসেরই আরও এক ছবি ‘বাহুবলী ২’ প্রথম দিন ২০০ কোটির ব্যবসা করেছিল।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Read Next

Rashmika Mandanna: প্রতারণার শিকার ...