বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম ভিরিঙ্গি কালী মন্দির
কলকাতার কাছে যেমন দক্ষিণেশ্বর অথবা কালীঘাট, তেমনই দুর্গাপুরবাসীর কাছে ভিরিঙ্গি কালীমন্দির। সেই মন্দিরে হঠাৎই তারকা আগমন। ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তী, সঙ্গে ছিল ছোট্ট ইউভান। সকলেই এ দিন ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দিয়েছেন। প্রসাদ খেয়েছেন। খুদে ষ্টার ইউভান পুজো দেওয়ার পর খেয়েছে নকুল দানাও।
জানা গিয়েছে, মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দিতে এসেছিলেন রাজ-শুভশ্রী। রাজ চক্রবর্তী জানিয়েছেন, ‘মায়ের শারীরিক অসুস্থতা ছিল। মায়ের সুস্থতা চেয়ে ভিরিঙ্গি কালীমন্দিরে মানত করেছিলাম। মা বর্তমানে অনেকটাই সুস্থ। স্বাভাবিকভাবেই মনস্কামনা পূরণ হওয়ায় ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দিতে এসেছি।
এ দিকে রাজ এবং শুভশ্রীর আগমনকে কেন্দ্র করে কালীমন্দিরে ছিল অনুরাগীদের চোখে পড়ার মতো ভিড়। সেই ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশ কর্মীদের। যদিও তারকাদের এই পুজো দেওয়াকে কেন্দ্র করে কোনওরকম বিশৃঙ্খলতা তৈরি হয়নি। সুষ্ঠুভাবেই তারা পুজো সম্পন্ন করতে পেরেছেন। পুজো শেষে ভক্তদের সঙ্গে সেলফি তোলার আবদার মিটিয়েছেন রাজ-শুভশ্রী।