You will be redirected to an external website

পুজো শুরু মল্লিক বাড়ির,পুজোর চার দিন নায়িকা শুধুই বাড়ির মেয়ে

পুজো-শুরু-মল্লিক-বাড়ির,পুজোর-চার-দিন-নায়িকা-শুধুই-বাড়ির-মেয়ে

পুজোর মধ্যে অন্যতম জনপ্রিয় মল্লিক বাড়ির পুজো

কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম জনপ্রিয় মল্লিক বাড়ির পুজো। তার থেকেও বেশি জনপ্রিয় বাড়ির ছেলেমেয়েরা। এক জন টলিপাড়ার প্রবীণ অভিনেতা। তিনি রঞ্জিত মল্লিক। আর তাঁর মেয়ে কোয়েল মল্লিকও বাবার মান রেখেছেন। ফলে বাবা এবং মেয়েকে দেখতে প্রতি বছরই পুজোর সময় মল্লিক বাড়িতে ভিড় জমান দর্শক। এ বছরও ভিড়ে ভিড় মল্লিক বাড়ি। তবে পুজোর ক’টা দিন টলিপাড়ার নায়িকা শুধুই বাড়ির মেয়ে। পুজোর চারটে দিন তিনি শুধুই বাড়িতে কাটান। মহাসপ্তমীর সকালে হলুদ শাড়িতে দেখা গেল নায়িকাকে।

কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে রঞ্জিত জানিয়েছিলেন, নাতি তাঁর চোখের মণি। তাঁরা একে অপরকে গুরু বলে ডাকেন। দাদু-নাতিকে দেখা গেল বাড়ির মণ্ডপে। কাঁসর বাজাচ্ছিলেন অভিনেতা। তার পর নাতিকে নিয়েও কিছু ক্ষণ বাজালেন কাঁসর। ছেলেকে সঙ্গে নিয়ে পোজ়ও দিয়েছেন অভিনেত্রী।

এই পুজোয় মুক্তি পেয়েছে কোয়েলের নতুন ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। এত দিন ছবির প্রচারে খুবই ব্যস্ত ছিলেন। ফলে এই চারটে দিন যে শুধুই পরিবারের সঙ্গে কাটাবেন, সেটা আরও স্পষ্ট হল কোয়েলের নতুন ইনস্টাগ্রামের ভিডিয়োয়।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার �...

Sushmita-Sen:-ধুনুচি-নাচ-দিয়ে-শুরু-সুস্মিতার-দুর্গাপুজো,সুস্মিতা-যেন-একেবারে-খাঁটি-বাঙালি Read Next

Sushmita Sen: ধুনুচি নাচ দিয়ে শুর...

Related News