You will be redirected to an external website

Parineeti-Raghav: পরিণীতির বিয়েতে সেজে উঠছে একাধিক বিলাসবহুল হোটেল!

Parineeti-Raghav:-পরিণীতির-বিয়েতে-সেজে-উঠছে-একাধিক-বিলাসবহুল-হোটেল!

মধ্যে মালাবদল করবেন পরিণীতি ও রাঘব

চলতি বছরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত ১৩ মে ধুমধাম করে আম আদমি পার্টির নেতা তথা সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বাগ্‌দান সেরেছেন অভিনেত্রী। তার মাস চারেকের মাথায় সাত পাক ঘুরতে চলেছেন পরিণীতি ও রাঘব। আগামী ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। বিয়ের দিন যত এগিয়ে আসছে, তত উন্মাদনা বাড়ছে যুগলের অনুরাগীদের মধ্যে। ইতিমধ্যেই মায়ানগরী মুম্বই থেকে দিল্লিতে এসে পৌঁছেছেন পরিণীতি। সেখানেই বিয়ের আগের একাধিক অনুষ্ঠান হওয়ার কথা। দিল্লি বিমানবন্দরে রাঘবের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। খবর পাওয়া গিয়েছিল, দিল্লিতে নাকি একটি ক্রিকেট ম্যাচ হতে চলেছে চোপড়া ও চড্ডা পরিবারের মধ্যে। 

দিদি প্রিয়ঙ্কা চোপড়ার পথে হেঁটে মরুশহরকেই নিজের বিয়ের জন্য বেছে নিয়েছেন পরিণীতি। উদয়পুরের তাজ লীলা প্যালেসে আয়োজন করা হয়েছে রাঘব ও পরিণীতির বিয়ের। ২৩ সেপ্টেম্বর ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে দুপুর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তার পরে থাকছে নব্বইয়ের দশকের আদলে একটি থিম পার্টি। সেই দিনই সম্পন্ন হবে পরিণীতির ‘চূড়া সেরিমনি’। ২৪ সেপ্টেম্বর রাঘবের ‘সেহরাবন্দি’-র মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, রাঘব ও পরিণীতির বিয়ের জন্য সেজে উঠছে একাধিক বিলাসবহুল হোটেল। হোটেল লেক প্যালেস তাদের মধ্যে অন্যতম। ওই হোটেল থেকেই নাকি জলপথে বরযাত্রী আসতে চলেছে তাজ লীলা প্যালেসে। নৌকায় চড়ে পরিণীতি বিয়ে করতে আসবেন রাঘব। দুপুর সাড়ে ৩টের মধ্যে মালাবদল করবেন পরিণীতি ও রাঘব। তার পরে সাত পাক ঘুরবেন তাঁরা। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

প্রয়াত-বলিউড-অভিনেতা-অখিল-মিশ্র,রান্নাঘরে-কাজ-করতে-গিয়ে-দুর্ঘটনার-শিকার Read Next

প্রয়াত বলিউড অভিনেতা অখ...