You will be redirected to an external website

ঠোঁটে আঁকলেন চুম্বন! বাগ্‌দানের পরে অন্য রাঘবকে চেনালেন পরিণীতি

ঠোঁটে-আঁকলেন-চুম্বন!-বাগ্‌দানের-পরে-অন্য-রাঘবকে-চেনালেন-পরিণীতি

বাগ্‌দানের পরে অন্য রাঘবকে চেনালেন পরিণীতি

গম্ভীর রাজনীতিক রীতিমতো নেচে উঠলেন চলতি গানের তালে। কেক কেটে হবু স্ত্রীকে নিজে হাতে কেক খাইয়ে তাঁর ঠোঁটে এঁকে দিলেন আদুরে চুম্বন। পরিণীতি চোপড়ার সঙ্গে বাগ্‌দান সারার পর আপ নেতা রাঘব চড্ডাকে নতুন রূপে দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। এত দিন ধরে রাঘব-পরিণীতির সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। কিন্তু মুখে কুলুপ এঁটেই ছিলেন চর্চিত যুগল। প্রেম ও বিয়ের প্রশ্নে এত দিন লজ্জায় লাল হয়েছেন পরিণীতি। রাঘবকে প্রশ্ন করলে তিনিও রাজনীতির দোহাই দিয়ে হাসিমুখেই এড়িয়ে গিয়েছেন সেই প্রশ্ন। তবে শনিবার বাগ্‌দানে‌র পরে সেই তুখোর রাজনীতিকেরই অন্য চেহারা দেখলেন অনুরাগীরা। হবু স্ত্রীর প্রেমে গলে জল আপ নেতা।

বাগ্‌দানের পরে চিত্রগ্রাহীদের আবদার মেটাতে কপূরথলা হাউসের বাইরে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন পরিণীতি ও রাঘব। দু’জনের চোখেই তখন মিষ্টি প্রেমের চাহনি। একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছবি তোলেন যুগল। বলিউডের জনপ্রিয় একটি গানের তালে নাচ করছিলেন পরিণীতি। তখন তাঁর গালে আদুরে চুম্বনও এঁকে দেন রাঘব। সেখানেই শেষ নয়। বাগ্‌দানের অনুষ্ঠানের পরে একটি সুসজ্জিত কেকও কাটেন যুগল। কেক কেটে পরিণীতিকে তা খাইয়ে দেওয়ার পরে পরিণীতির ঠোঁটে চুম্বন এঁকে দেন রাঘব। রাজনীতিবিদ রাঘবকে সাধারণ ভাবে গম্ভীর ভাবভঙ্গিতেই দেখে অভ্যস্ত তাঁর অনুরাগীরা। প্রিয় নেতাকে ভিন্ন মেজাজে দেখে খুশি তাঁরাও। পরিণীতির হাত ধরে গানের তালে পা মেলাতেও দেখা যায় আপ নেতাকে। পঞ্জাবি গায়ক মিকা সিংহের ‘গল মিঠ্‌ঠি মিঠ্‌ঠি বোল’ গানে কিছুটা নাচও করলেন রাঘব। হবু বরের এই রূপ দেখে অবাক হয়েছেন পরিণীতি নিজেও। তবে দুই তারকা যে বেশ উপভোগ করেছেন বাগ্‌দানের গোটা অনুষ্ঠান, তা স্পষ্ট সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিয়ো থেকেই।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

গুটি-গুটি-পায়ে-শুরু-পথচলা!-তিন-বছর-বয়সেই-র‌্যাম্পে-হাঁটল-কপিল-শর্মার-মেয়ে Read Next

গুটি গুটি পায়ে শুরু পথচল...