You will be redirected to an external website

Pooja Bhatt : বিগ বস OTT-কে বিদায়! গুরুতর অসুস্থ মহেশ-কন্যা...

Pooja-Bhatt-:-বিগ-বস-OTT-কে-বিদায়!-গুরুতর-অসুস্থ-মহেশ-কন্যা...

বিগ বস OTT ২ থেকে- নাকি বেরিয়ে যাচ্ছেন পূজা ভট্ট

বিগ বস OTT ২-র ঘর থেকে নাকি বেরিয়ে যাচ্ছেন পূজা ভট্ট। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফার্স্টপোস্টের রিপোর্ট অনুযায়ী, শারীরিক অসুস্থতার কারণেই ওই রিয়্যালিটি শো-কে বিদায় জানিয়েছেন পূজা। তবে পাকাপাকিভাবে হাউজ থেকে বেরিয়ে যাচ্ছেন না তিনি।

একাধিক রিপোর্ট বলছে, তিনি বেশ অসুস্থ। তবে ঠিক কী হয়েছে তা এখনই জানা যায়নি। খুব শীঘ্রই নাকি ৫১ বছরের অভিনেত্রী বিগ বস OTT ২-র হাউজে কামব্যাক করবেন। তবে এই বিষয়টি সম্পর্কে খুব বেশি কিছু জানা যাচ্ছে না। ফার্স্টপোস্টের রিপোর্ট অনুযায়ী, মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে এখন। 

Bigg Boss OTT 2-র দ্বিতীয় সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগী তিনি। যদি শোর গুরুত্বপূর্ণ পর্যায়ে তাঁর সফর শেষ হয়, তাহলে বাকিরা খানিক সুবিধা তো পাবেই। যদিও প্রাথমিকভাবে এক ইনস্টাগ্রাম পেজ থেকে পূজার অসুস্থতার খবর শেয়ার করা হয়েছিল।

বিগ বসের চলতি সিজনের বেশ শক্তিশালী প্রতিযোগী Pooja Bhatt। অন্য প্রতিযোগীদের নৈতিক দায়িত্ব বুঝিয়েছেন তিনি। কিছুজনকে ভর্ৎসনা করেছেন। আবার অনেকের সঙ্গে দ্বন্দ্বেও জড়িয়েছেন। অতীতে পলক পুরস্বামী এবং আলিয়ার সঙ্গে বেশ ঝামেলা হয়েছিল তাঁর। জিয়া শংকর এবং বেবিকা ধ্রুবের সঙ্গেও ঝগড়া রয়েছে পূজার। তবে নিজের মত ব্যক্ত করতে পিছপা হন না অভিনেত্রী। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Hrithik-Roshan:-প্রেমিকার-সঙ্গে-ছুটি-কাটাতে-দক্ষিণ-আমেরিকায়-হৃতিক Read Next

Hrithik Roshan: প্রেমিকার সঙ্গে ছ...