চলে গেলেন জনপ্রিয় মালায়ালাম টিভি পরিচালক আদিত্যন
পুজোর মধ্যেই আবারও দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন জনপ্রিয় মালায়ালাম টিভি পরিচালক আদিত্যন৷ বৃহস্পতিবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি৷ মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর৷
হৃদরোগের আচমকা আক্রান্ত হওয়ার পরই তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিচালককে৷ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্রের খবর, তিনি মূলত কোল্লামের আঁচলের বাসিন্দা,তবে গত কয়েক বছর ধরে তিরুবনন্তপুরমের পেয়াদে থাকতেন। জানা গেছে, তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে জনসাধারণের জন্য মৃতদেহ রাখা হবে। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি৷ মালায়লাম টিভি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পরিচালক আদিত্যন। ‘আম্মা’, ‘ভেনামবাদি’ এবং ‘ সান্থওয়ানম’- এর মতো শো-তে তিনি জনপ্রিয় ছিলেন।