You will be redirected to an external website

Srijit Mukherji : ডেঙ্গিতে আক্রান্ত সৃজিত, এখন কেমন আছেন পরিচালক ?

Srijit-Mukherji-:-ডেঙ্গিতে-আক্রান্ত-সৃজিত,-এখন-কেমন-আছেন-পরিচালক-?

পোস্ট দিয়ে জানান যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত

শারীরিক অসুস্থাতার জন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যে তাঁর পুজোর ছবি ‘দশম অবতার’ ছবির এক দিনের শুটিং বাতিল করতে বাধ্য হন। গত শনিবার পরিচালক ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। তার পর থেকেই পরিচালকের অনুরাগীরা সমাজমাধ্যমে পরিচালকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

কেউ বলছেন পরিচালকের প্লেটলেটের পরিমাণ কমে গিয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে। সৃজিত ফেসবুকে তাঁর শারীরিক অসুস্থাতার কথা জানাতেই বর্ষীয়ান পরিচালক অপর্ণা সেন পরিচালকের স্বাস্থ্যের খবর নিয়েছিলেন। অপর্ণা উত্তরে সৃজিত লিখেছিলেন যে, তিনি প্লেটলেট পরীক্ষা করিয়ে তার পর সিদ্ধান্ত নেবেন। যদিও টলিপাড়া সূত্রে খবর, পরিচালক এখন তুলনামূলক ভাবে সুস্থ আছেন। 

গত বৃহস্পতিবার ‘দশম অবতার’ ছবির শুটিংয়ের আউটডোরে উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা ছিল সৃজিতের। সেখানে যোগ দেওয়ার কথা ছিল ছবির অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসানের। কিন্তু পরিচালকের শরীর খারাপ থাকায় সেই শুটিং শিডিউল ইউনিটকে বাতিল করতে হয়। চলতি মাসের শেষেই এই শুটিং হওয়ার কথা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

সাংবাদিক-বৈঠক-ডেকে-প্রাক্তন-স্ত্রীর-কীর্তি-ফাঁসের-হুমকি-আদিল-খানের Read Next

সাংবাদিক বৈঠক ডেকে প্রা...