You will be redirected to an external website

Hollywood : মেয়েকে নিয়ে স্বামীর কনসার্টেই মজে প্রিয়ঙ্কা চোপড়া!

Hollywood-:-মেয়েকে-নিয়ে-স্বামীর-কনসার্টেই-মজে-প্রিয়ঙ্কা-চোপড়া!

মেয়েকে নিয়ে স্বামীর কনসার্টেই মজে প্রিয়ঙ্কা চোপড়া!

গত মাসখানেক ধরে রীতিমতো ঝড় বয়ে গিয়েছেন জোনাস পরিবারে। ঘর ভেঙেছে জোনাস পরিবারের ও ‘জোনাস ব্রাদার্স’-এর অন্যতম সদস্য জো জোনাসে। হলিউডে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন জো। বিচ্ছেদেই অবশ্য শেষ নয়, সেই বিচ্ছেদ ঘিরে কম তিক্ততা তৈরি হয়নি প্রাক্তন যুগলের মধ্যে। দুই সন্তানের কাস্টডি সংক্রান্ত বিষয়ে একে অপরের বিরুদ্ধে আদালতে পর্যন্ত গিয়েছেন জো ও সোফি। পরিবারের এই কঠিন সময়ের প্রভাব অবশ্য তেমন ভাবে পড়েনি নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার পরিবারে। মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে তাঁদের সুখের সংসার। ভাসুর ও জায়ের বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত জনসমক্ষে মুখ খোলেননি প্রিয়ঙ্কা।

মেয়ে মালতী মেরিকে কখনও নিজেদের কাছছাড়া করেন না নিক ও প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কার শুটিং থাকলে মালতী থাকে তার বাবা নিকের সঙ্গে। আর নিকের কাজের সময় মেয়েকে সঙ্গে রাখেন প্রিয়ঙ্কা। গত অগস্ট মাস থেকে ট্যুরে বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’। আমেরিকার বিভিন্ন জায়গা ঘুরে অনুষ্ঠানে ব্যস্ত নিকের ব্যান্ড। স্ত্রী হিসাবে নিকের পাশে সব সময় রয়েছেন প্রিয়ঙ্কাও। ‘জোনাস ব্রাদার্স’-এর প্রায় সব কনসার্টেই দর্শকাসনে দেখা যায় তাঁকে। এ বার সেই কনসার্টের ভিড়ে দেখা গেল মালতী মেরিকেও। মালতীর কানে তার গোলাপি রঙের হেডফোন, যাতে কনসার্টের কোলাহলে কষ্ট না হয় তার।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Durnibar-Saha:-দ্বিতীয়-বিয়ের-মাস-কয়েকের-মধ্যেই-বাবা-হচ্ছেন-দুর্নিবার Read Next

Durnibar Saha: দ্বিতীয় বিয়ের মাস ...