You will be redirected to an external website

Priyanka Chopra:প্রিয়ঙ্কার রঙিন পোশাকে ঝলমল করে উঠল রাতের মুম্বই,পরস্পরে হারালেন নিক-প্রিয়ঙ্কা

Priyanka-Chopra:প্রিয়ঙ্কার-রঙিন-পোশাকে-ঝলমল-করে-উঠল-রাতের-মুম্বই,পরস্পরে-হারালেন-নিক-প্রিয়ঙ্কা

প্রিয়ঙ্কার রঙিন পোশাকে ঝলমল করে উঠল রাতের মুম্বই

নীতা এবং মুকেশ অম্বানীর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে তারকাদের হাট বসেছিল মুম্বইয়ে। হলিউড থেকে বলিউড, সবার নিমন্ত্রণ ছিল দু’দিনের সেই পার্টিতে। দীর্ঘ ৫ বছর পর আমেরিকা থেকে প্রিয়ঙ্কা চোপড়ার দেশে এসেছেন নিক জোনাস। তার পর ডুব দিয়েছেন ভারতের গন্ধে। মুম্বইয়ের রোদ, জল হাওয়ায় মনকেমন করা সুর শুনতে শুনতে নিক বলে ওঠেন, “এত দিন এগুলোই মিস্‌ করছিলাম।” ফুলছাপ কুর্তায় ইতিমধ্যে ঘরের ছেলের মতো ছবি দিয়েছেন আমেরিকার গায়ক। আর অন্য দিকে, ‘দেশি গার্ল’ মেতে রয়েছেন শহরের রোমাঞ্চে।

অম্বানীদের পার্টি সেরেই প্রিয়ঙ্কা চোপড়া আর তাঁর স্বামী নিক জোনাসকে নিয়ে বেরিয়ে এলেন রাস্তায়। সোজা গিয়ে উঠলেন অটোরিকশায়। প্রিয়ঙ্কার রঙিন পোশাকে ঝলমল করে উঠল রাতের মুম্বই। অটোকে ফ্রেমে রেখে নিকের সঙ্গে একের পর এক ছবি তুলে চললেন অভিনেত্রী। নিকের পরনে গাঢ় নীল স্যুট-প্যান্ট। প্রিয়ঙ্কার টু-পিস গাউন লুটোচ্ছে রাস্তায়।

পোশাক সামলে তিনি ভর দিলেন নিকের গায়ে। নিক হাত রেখেছেন হলদে-কালো অটোর ছাদে। সে রকম বেশ কয়েকটি ছবি ঘুরছে সমাজমাধ্যমে। যা দেখে অনুরাগীরা বেজায় খুশি। কেউ বলছেন, “নিক ঘরজামাই থেকে যাক, আর ফিরতে হবে না।” আবার কেউ প্রিয়ঙ্কাকে স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ করতে দেখে বললেন, “বলিউডের রানি ফিরে এসেছে।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বিরাটের-নতুন-ট্যাটুতে-রয়েছে-এক-আশ্চর্য-রহস্য-।-কত-দিন-ধরে-তার-ডিজাইন-তৈরি-হয়েছে-জানেন? Read Next

বিরাটের নতুন ট্যাটুতে র...