You will be redirected to an external website

Priyanka Chopra: ভারতীয় সিনেমা নিয়ে প্রিয়ঙ্কার ‘বেফাঁস’ মন্তব্য..শোরগোল নেটপাড়ায়

Priyanka-Chopra:-ভারতীয়-সিনেমা-নিয়ে-প্রিয়ঙ্কার-‘বেফাঁস’-মন্তব্য..শোরগোল-নেটপাড়ায়

ভারতীয় সিনেমা নিয়ে প্রিয়ঙ্কার ‘বেফাঁস’ মন্তব্য

প্রিয়ঙ্কা চোপড়া এখন হলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে অন্যতম। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন কিয়ানু রিভস, ডোয়েন ‘দ্য রক’ জনসন, রিচার্ড ম্যাডেনের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে। তবে একটা সময় বলিউডে দাপটের সঙ্গে কাজ করেছেন প্রিয়ঙ্কা।

নারীপ্রধান ছবির জোয়ার যখন আসছে বলিউডে, তখন ‘ফ্যাশন’, ‘সাত খুন মাফ’-এর মতো একাধিক ছবিতে নজর কেড়েছে তাঁর কাজ। নিজের কর্মজীবনের শিখরে থাকাকালীন বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন সুদূর আমেরিকায়। দেখতে দেখতে প্রায় ১০ বছর সেখানে কাটিয়ে দিয়ে এখন সেখানকারই এক জন হয়ে উঠেছেন বলিউডের ‘দেশি গার্ল’। তবে যে বলিউড প্রিয়ঙ্কাকে পরিচিতি দিয়েছে, সেখানকার সিনেমা নিয়ে এমন এক মন্তব্য করে বসলেন প্রিয়ঙ্কা যে বিস্মিত অনেকেই।

আমেরিকায় কেরিয়ারের শুরুতে বলিউড নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য তাঁকে খুব একটা করতে দেখা যায়নি। প্রথম দিকে নানা চ্যাট শোয়ে তিনি বরং ভারতীয় সিনেমা নিয়ে নানা রকম তথ্য দিতেন পশ্চিমি দর্শককে। ভারতে বলিউড তারকাদের দর্শক কতটা ভালবাসা দিয়ে ভরিয়ে দেন, তা-ও বার বার উল্লেখ করেছেন। সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন ‘সিটাডেল’-এর প্রচারে। সে সময়ও তিনি বলিউড নিয়ে কোনও রকম বিরূপ মন্তব্য করেননি। কিন্তু পুরনো একটি ভিডিয়ো হঠাৎ ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে।

ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এই অনুষ্ঠানের লাল গালিচায় প্রিয়ঙ্কাকে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভারতীয় সিনেমা সম্পর্কে কিছু বলতে বললে অভিনেত্রী জানান, ভারতীয় সিনেমায় মানে নাকি শুধুই বক্ষযুগল ও নিতম্ব। তার পর সঞ্চালিকাকে নিজেই নেচে দেখাতে শুরু করেন প্রিয়ঙ্কা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Bollywood-:-চলে-গিয়েও-থেকে-গিয়েছেন-সুশান্ত,কার্তিকের-আগামী-ছবিতেই-মিলবে-তার-প্রমাণ Read Next

Bollywood : চলে গিয়েও থেকে গিয়ে...