You will be redirected to an external website

রবিবার বিয়ে পরিণীতি-রাঘবের,পরিণীতির হাতে চূড়ার সঙ্গে ঝুলবে কলিরেও

রবিবার-বিয়ে-পরিণীতি-রাঘবের,পরিণীতির-হাতে-চূড়ার-সঙ্গে-ঝুলবে-কলিরেও

চার হাত এক হতে চলেছে রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার

মাঝে আর একটা দিন। ২৪ সেপ্টেম্বর চার হাত এক হতে চলেছে রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে বিলাসবহুল হোটেলে বসতে চলেছে দু’জনের বিয়ের আসর। উদয়পুরের হোটেলের প্রস্তুতিপর্ব তাই এখন তুঙ্গে। সাতপাক ঘোরা এখন শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার সকালেই উদয়পুরের জন্য রওনা হয়েছে চড্ডা এবং চোপড়া পরিবার। 

বৃহস্পতিবার ছিল পরিণীতি-রাঘবের সুফি নাইট। গুজরাতি মতেই বিয়ের নিয়মকানুন সব মানা হচ্ছে। ২৩ সেপ্টেম্বর দুপুরে ‘ওয়েলকাম লাঞ্চ’ দিয়ে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তার পর একটি থিম পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টির পরেই হবে পরিণীতির ‘চূড়া সেরিমনি’। বিয়ের প্রথম চিহ্ন উঠবে পরিণীতির হাতে। সেই সঙ্গে মেহন্দির অনুষ্ঠানও হবে।

শুধু লাল-সাদা চূড়া নয়, পরিণীতির হাতে চূড়ার সঙ্গে ঝুলবে কলিরেও। বিয়ের দিন কী ভাবে সাজবেন বর-কনে, তার কোনও ঝলক এখনও প্রকাশ্যে আসেনি। তবে পরিণীতির চূড়া এবং কলিরের নকশা কেমন হবে তা জানা গিয়েছে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার �...

Aamir-Khan:-হিমাচলের-ক্ষতিগ্রস্ত-পরিবারের-পাশে-আমির-খান,-২৫-লক্ষ-টাকা-দান Read Next

Aamir Khan: হিমাচলের ক্ষতিগ্রস�...

Related News