You will be redirected to an external website

Parineeti Chopra: শুধু প্রেম নয়, বাগ্‌দানও সেরে ফেলেছেন রাঘব-পরিণীতি?

Parineeti-Chopra:-শুধু-প্রেম-নয়,-বাগ্‌দানও-সেরে-ফেলেছেন-রাঘব-পরিণীতি?

বাগ্‌দানও সেরে ফেলেছেন রাঘব-পরিণীতি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জনের আবহে তাঁদের সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন রাজনীতিবিদ সঞ্জীব অরোরা। টুইটারে ইতিমধ্যেই তিনি অভিনন্দন জানিয়ে দিয়েছেন জুটিকে। অতএব, জল্পনার অবসান। শুধু প্রেম নয়, রাঘব-পরিণীতি যে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তেমন ইঙ্গিতই পাওয়া গেল আম আদমি পার্টির আর এক নেতা সঞ্জীবের টুইটে। স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের উদাহরণ সামনে রেখে আবারও কি এক হতে চলেছেন বিনোদন এবং রাজনীতি জগতের দুই তারকা?

সঞ্জীব টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন জুটিকে। আশীর্বাদ করে লিখেছেন, “পরিণীতি এবং রাঘবের এই বন্ধন প্রেমে, আনন্দে অক্ষয় হোক। ওরা একসঙ্গে চলুক বাকি জীবন। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।” সঞ্জীবের সেই পোস্ট দেখে শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরাও। সকলেরই অনুমান, পরিণীতি আর রাঘব পরস্পরকে বাগ্‌দান করেছেন। এক জন মন্তব্য করেছেন, “তা হলে বিয়েটা সত্যিই হয়ে গেল?” লন্ডনে পড়াশোনা করেছেন দু’জনেই। কলেজবেলা থেকে বন্ধুত্ব ছিল রাঘব আর পরিণীতির। তবে বন্ধুত্ব নাকি অন্য দিকে মোড় নিয়েছিল সম্প্রতি। গত সপ্তাহে মুম্বইয়ের এক রেস্তরাঁয় পর পর দু’দিন তাঁদের একসঙ্গে দেখা যেতেই জল্পনা শুরু হয়েছিল। খুব দ্রুত সত্যিও হয়ে গেল সেটি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Suhana-Agastya:জল্পনা-সত্যি,-প্রেম-করছেন-সুহানা-অগস্ত্য!-শাহরুখ-কন্যাকে-চুমু-অমিতাভের-নাতির Read Next

Suhana-Agastya:জল্পনা সত্যি, প্রে...