You will be redirected to an external website

সোমবার দিল্লি পৌঁছন রাঘব-পরিণীতি, বিয়ের তারিখ ঘিরে জোর জল্পনা

সোমবার-দিল্লি-পৌঁছন-রাঘব-পরিণীতি,-বিয়ের-তারিখ-ঘিরে-জোর-জল্পনা

সোমবার দিল্লি পৌঁছন রাঘব-পরিণীতি

কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রীর অনামিকায় রুপোলি আংটির ঝলকও দেখা গিয়েছিল। এ বার রাঘবের হাতেও দেখা মিলল সেই আংটির। রবিবার বান্দ্রায় ‘ডিনার ডেট’-এ একসঙ্গে দেখা গিয়েছিল চর্চিত যুগলকে। এ বার একেবারে রাঘবের সঙ্গেই দিল্লি পৌঁছলেন পরিণীতি। দুই তারকার প্রেম নিয়ে চর্চা চলছে কয়েক মাস ধরেই। তখন থেকেই কানাঘুষো, খুব শীঘ্রই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। তবে এ বার সামনে এল তারিখ।

সোমবার সকালেই মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন রাঘব-পরিণীতি। লাল রঙের কুর্তি, পালাজো প্যান্ট, সাদা জুতো, চোখে রোদচশমা পরে নজর কাড়লেন পরিণীতি। অন্য দিকে কালো শার্ট, প্যান্টে রাঘবও নায়িকা বান্ধবীর তুলনায় কম নন। শোনা যাচ্ছে, আগামী ১৩ ই মে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাঘব-পরিণীতি। দিল্লিতেই নাকি বসবে বিয়ের আসর। অবশ্য পরিণীতি কিংবা রাঘব, কেউ-ই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি। দিন কয়েক আগেই মোহালির গ্যালারিতে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন চর্চিত যুগল। আইপিএলে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে গ্যালারিতে একসঙ্গে হাজির ছিলেন দুই তারকা। সেই সময় বলিউড অভিনেত্রীকে নতুন নামে সম্বোধন করে ফেলেছেন আলোকচিত্রীরা। তাঁদের ‘ভাবি’ ডাকে লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী। ‘পরিণীতি ভাবি জিন্দাবাদ’ শুনে একগাল হেসেও ফেলেন তিনি। এ বার দেখার চলতি মাসেই কি মিসেস চাড্ডা হন পরিণীতি নাকি আনুষ্ঠানিক ভাবে বাগ্‌দান সারবেন যুগল!

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

The-Kerala-Story:রাজ্যে-নিষিদ্ধ,-কিন্তু-বাকি-দেশে-বিপুল-লক্ষ্মীলাভ!-নজির-গড়ল-‘দ্য-কেরালা-স্টোর Read Next

The Kerala Story:রাজ্যে নিষিদ্ধ, কি...