You will be redirected to an external website

Raghav Parineeti: রাঘব-পরিণীতির বিয়ে, উদয়পুরে সাজো সাজো রব

Raghav-Parineeti:-রাঘব-পরিণীতির-বিয়ে,-উদয়পুরে-সাজো-সাজো-রব

রাঘব-পরিণীতির বিয়ে, উদয়পুরে সাজো সাজো রব

গোটা উদয়পুর শহরে জুড়ে সাজো সাজো রব। বিমানবন্দর থেকে শুরু হয়েছে আয়োজন। আগামী ২৪ সেপ্টেম্বর লেক পিচোলা হ্রদের ধারে বসতে চলেছে রাঘব চড্ডা-পরিণীতি চোপড়ার বিয়ের আসর। বড় বড় ভিআইপিরা রয়েছেন অতিথি তালিকায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল থেকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানের মতো অতিথিদের আসার কথা।

শনিবার ২৩ সেপ্টেম্বর আমেরিকা থেকে সোজা উদয়পুরে নামার কথা ছিল পরিণীতির দিদি প্রিয়ঙ্কা চোপড়ার। সঙ্গে আসার কথা ছিল প্রিয়ঙ্কার মেয়ে মালতী চোপড়া জোনাসেরও। স্বামী নিক আগেই জানিয়েছিলেন, তিনি আসতে পারছেন না শ্যালিকার বিয়েতে।

যদিও প্রিয়ঙ্কার মা ও ভাই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন উদয়পুরে। গত বার যখন পরিণীতির বাগ্‌দানে এসেছিলেন প্রিয়ঙ্কা, সেই সময় মাত্র এক দিনের মধ্যেই ফিরে যেতে হয়। কারণ তখন তিনি ব্যস্ত ছিলেন ‘সিটাডেল’-এর প্রচারে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

রবিবার-বিয়ে-পরিণীতি-রাঘবের,পরিণীতির-হাতে-চূড়ার-সঙ্গে-ঝুলবে-কলিরেও Read Next

রবিবার বিয়ে পরিণীতি-রাঘ...