You will be redirected to an external website

Rahul-Priyanka: আইনি লড়াই মিটিয়ে সংসার পাতছেন রাহুল-প্রিয়াঙ্কা

Rahul-Priyanka:-আইনি-লড়াই-মিটিয়ে-সংসার-পাতছেন-রাহুল-প্রিয়াঙ্কা

আইনি লড়াই মিটিয়ে সংসার পাতছেন রাহুল-প্রিয়াঙ্কা

বহু দিনের ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও নাকি কাছাকাছি প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই কয়েক বছরে তাঁদের সঙ্গে নাম জড়িয়েছে অনেকের। কখনও শোনা গিয়েছিল রাহুল তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্য দিকে কেউ বলেছিলেন প্রিয়াঙ্কার সম্পর্ক আছে ইন্ডাস্ট্রির কোনও প্রযোজকের সঙ্গে, কখনও আবার কোনও ফটোগ্রাফারের সঙ্গে। যদিও এই সব চর্চাই এখন অতীত। সম্প্রতি রাহুল ঘোষণা করেন সব রকমের আইনি জটিলতা মিটিয়ে তাঁরা আবার এক ছাদের তলায় সংসার শুরু করবেন। এই কথা প্রকাশ্যে আসার পর অনেকের মনে অনেক প্রশ্ন। ‘দেশের মাটি’ সিরিয়ালটি চলাকালীনই সকলের মনে হয়েছিল বাস্তবেও বুঝি ‘মাম্পি’ ওরফে রুকমা রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাহুল।

বেশ অনেক দিন আগে রুকমার জন্মদিনে আলিঙ্গনবদ্ধ অবস্থায় তাঁদের ছবি প্রকাশ্যে এসেছিল। তখনও তা নিয়ে আলোচনা হয়েছিল। রুকমার সঙ্গে জুটি বেঁধে পর পর দুটি সিরিয়ালে অভিনয় করেন রাহুল। যা সাধারণের এই ধারণাকে আরও নিশ্চিত করে দিয়েছিল। এই মুহূর্তে রাহুলকে দর্শক দেখছেন ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে। সঙ্গে তিনি অবশ্য সিরিজ় এবং বড় পর্দার কাজও চালিয়ে যাচ্ছেন। অন্য দিকে শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা নাকি বাংলার পাশাপাশি হিন্দিতে কাজ করার কথাও ভাবছেন।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Jawan:-প্রথম-দিনেই-বিশ্বব্যাপী-১৫০-কোটি-আয়-‘জওয়ান’-এর,-ইতিহাস-গড়লেন-শাহরুখ Read Next

Jawan: প্রথম দিনেই বিশ্বব্য...