দেশি হেঁশেলের ম্যাজিক নিয়ে বিদেশে রেস্তরাঁ খুললেন রায়না
বাইশ গজের খেল থেকে এবার হেঁশেলে হাতা-খুন্তির যুদ্ধে আদ্যোপান্ত শেফ হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটার। শচীন তেন্ডুলকর, রবীন্দ্র জাদেজা, কপিল দেব থেকে শুরু করে ক্রীড়াজগতের অনেকেই রেস্তরাঁ খুলেছেন। সেই তালিকাতেই এবার নয়া সংযোজন সুরেশ রায়না।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। আর তাই সম্ভবত রিটায়ারমেন্ট পর্বে রেস্তরাঁ খুলে ফেলেছেন সুরেশ। রায়নার আমস্টারবাসী অনুরাগীদের জন্য সুখবর। কারণ সেখানেই এবার দেশি হেঁশেলের রকমারি পদ পেয়ে যাবেন তাঁর রেস্তরাঁয়। নিজের নামেই রেস্তরাঁর নাম রেখেছেন ‘রায়না: কুলিনারি ট্রিজার অফ ইন্ডিয়া’।
রায়নার এই নয়া ইনিংসে শুভেচ্ছার বন্যা নেটপাড়ায়। ভারতীয় হেঁশেলের রকমারি পদ পাওয়া যাবে রায়নার রেস্তরাঁয়। সমাজ মাধ্যমের পাতাতেই এই সুখবর দিয়েছেন তিনি। তবে ভারত ছেড়ে কেন নেদারল্যান্ডসের মাটিতে রেস্তরাঁ খুললেন রায়না? সেই প্রশ্নও কিন্তু অনেকেই তুলেছেন। তাঁর স্ত্রী আসলে আমস্টারবাসী। সেই সূত্রেই হয়তো সেখানকার হোটেল ইন্ডাস্ট্রিতে নাম লেখালেন সুরেশ রায়না।