You will be redirected to an external website

অন্তঃসত্ত্বা শুভশ্রী, সঙ্গে ইউভান, সপরিবার বিজয় দশমীর শুভেচ্ছায় রাজ

অন্তঃসত্ত্বা-শুভশ্রী,-সঙ্গে-ইউভান,-সপরিবার-বিজয়-দশমীর-শুভেচ্ছায়-রাজ

সপরিবার বিজয় দশমীর শুভেচ্ছায় রাজ

আগামী এক বছরের প্রতীক্ষার অঙ্গীকার। মায়ের বিদায় লগ্নে সপরিবার সিঁদুর খেলায় মাতলেন ইন্ডাস্ট্রির চর্চিত দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার সমাজমাধ্যমের পাতায় চক্রবর্তী পরিবারের বিজয় দশমীর ঝলক হাজির করলেন ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজ়ের পরিচালক। ইনস্টাগ্রামে স্ত্রী এবং ছেলে ইউভানের সঙ্গে সিঁদুর খেলার ছবি পোস্ট করে অনুরাগীদের বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক। সেই ছবিতে দেখা যাচ্ছে, রাজের পরনে পাঞ্জাবি। দুই হাতে শূন্যে তুলে ধরেছেন ছেলেকে। পাশে বরণডালা হাতে দাঁড়িয়ে শুভশ্রী। পর্দার ইন্দুবালার পরনে লাল পাড় সাদা শাড়ি। 

চলতি বছরের পুজোয় শুরু থেকেই স্ত্রীর পাশে রাজকে দেখা গিয়েছে। আর তা হওয়াটাই স্বাভাবিক। কারণ খুব শ্রীঘ্রই মা হতে চলেছেন শুভশ্রী। এই সময়টা যথাসম্ভব স্ত্রীর যত্ন নিচ্ছেন তিনি। প্রতি বছর দুর্গাপুজোয় চার দিন চার রকমের সাজে দেখা যায় শুভশ্রী এবং রাজকে। এ বারেও তার অন্যথা হয়নি। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির আবাসনের পুজোতেই সাধারণত সময় কাটে দম্পতির।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

গলায়-ঝুলছে-বাঘের-নখ,-BIG-BOSS-এর-সেট-থেকে-গ্রেফতার-প্রতিযোগী Read Next

গলায় ঝুলছে বাঘের নখ, BIG BOSS-এ...