You will be redirected to an external website

Rakhi Sawant: অসুস্থ রাখি সাওয়ান্ত,হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি অভিনেত্রী

Rakhi-Sawant:-অসুস্থ-রাখি-সাওয়ান্ত,হাসপাতালে-সঙ্কটজনক-অবস্থায়-ভর্তি-অভিনেত্রী

হাসপাতালে ভর্তি আছেন রাখি সাওয়ান্ত

হাসপাতালে ভর্তি আছেন রাখি সাওয়ান্ত। সেরকমই একটি ছবি ছড়িয়ে পড়েছে নেটমহলে। তাতে দেখা যাচ্ছে, রাখির হাতে চ্যানেল করা হয়েছে। মুখ-চোখ এক্কেবারে বসে গিয়েছে রাখির। চোখ বন্ধ। গায়ে সাদা রঙের চাদর টানা। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর। 

রাখিকে অনেকেই পাবলিসিটি স্টান্ট কুইন হিসেবে দাগিয়ে দেন। তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টা যে মস্করা নয়, তা আগে থেকেই খোলসা করে দিয়েছেন রাখির স্বামী রিতেশ। তিনি সাফ বলেছেন, “এটা কিন্তু জোক নয়। মস্করা করার বিষয়ও নয়। রাখি নিজের এমন একটা ইমেজ তৈরি করে নিয়েছেন, যেখানে তাঁর জীবনে ঘটা সিরিয়াস বিষয়টাকেও কেউ বিশ্বাস করতে চায় না। আমি খুবই স্পষ্টবক্তা। আমি সোজাসুজি কথা বলব। রাখির যদি ক্রিটিক্যাল অবস্থা হয়ে থাকে, তা হলে সেটা খুবই ক্রিটিক্যাল। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তিনি।”

কিছুদিন আগেই রাখিকে তাঁর স্বামী রিতেশের সঙ্গে দেখা গিয়েছিল। হঠাৎ কী হল রাখির, কেন তিনি হাসপাতালে ভর্তি, তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রীর স্বামী।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Sonu-Sood:-শিশুর-প্রাণ-বাঁচাতে-বিশ্বের-সবচেয়ে-দামি-ইনজেকশনের-ব্যবস্থা-করলেন--সোনু-সুদ Read Next

Sonu Sood: শিশুর প্রাণ বাঁচাতে ...