You will be redirected to an external website

Rakhi Sawant: দুর্গাপুজোয় ফের ভোল বদলালেন রাখি,দুর্গাপুজোয় শাঁখা-পলা উঠল হাতে!

Rakhi-Sawant:-দুর্গাপুজোয়-ফের-ভোল-বদলালেন-রাখি,দুর্গাপুজোয়-শাঁখা-পলা-উঠল-হাতে!

দুর্গাপুজোয় ফের ভোল বদলালেন রাখি

স্বামী আদিল দুরানির সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছে রাখি সবন্তের। চলতি বছরের শুরুতেই আদিলকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। রাখি নাম বদলে হয়ে যান ফাতিমা। কিন্তু তার মাস দুয়েকের মধ্যেই স্বামীর সঙ্গে তাল কাটল রাখির। একাধিক অভিযোগ এনে হাজতবাস করিয়েছেন আদিলকে। বিবাহবিচ্ছেদের মামলা চলছে রাখি-আদিলের। স্বামীকে ছাড়লেও স্বামীর ধর্মকে আপন করে নিয়েছেন তিনি। বোরখা পরেন মাঝে মধ্যেই। চলতি বছর মক্কা-মদিনা যান উমরাহ্‌ করতে। তবে এ বার দুর্গাপুজোয় ফের ভোল বদলালেন রাখি। শাঁখা পলা সিঁদুর পরে দেখা গেল তাঁকে রানি মুখোপাধ্যায়ের বাড়ির পুজোতে।

মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর নামডাক যথেষ্ট।বহু বছর ধরেই এই পুজো মুম্বইয়ের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হিসেবে খ্যাত। খ্যাতনামী মহলেও এই পুজো খুবই জনপ্রিয়। পুজোর ক’টা দিন রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে কাজল ও তাঁর বোন তানিশা মুখোপাধ্যায় পর্যন্ত সারা দিনই থাকেন এখানেই। প্রতি বারই পুজোতে যান বলিপাড়ার নামকরা সব তারকারা। সপ্তমীর দিন মুখোপাধ্যায় বাড়ির পুজোতে যান কিয়ারা আডবাণী, মধু চোপড়া, শর্বরী বাগ ও রাখি সবন্তরা। সিমারি শাড়ি পরে হাজির হন রাখি। দুর্গা প্রতিমার সামনে ছবিও তোলেন। হাতে শাঁখা-পলা ও সিথিতে সিঁদুর। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

পুজো-শুরু-মল্লিক-বাড়ির,পুজোর-চার-দিন-নায়িকা-শুধুই-বাড়ির-মেয়ে Read Next

পুজো শুরু মল্লিক বাড়ির,...