You will be redirected to an external website

মঞ্চে ওঠার আগেই ছিঁড়ে গেল ব্লাউজ! কী করলেন রাখী সবন্ত?

মঞ্চে-ওঠার-আগেই-ছিঁড়ে-গেল-ব্লাউজ!-কী-করলেন-রাখী-সবন্ত?

অনুষ্ঠানের আগে খুলে গেল রাখীর ব্লাউজ

মুখে লাগাম তাঁর কোনও কালেই থাকে না। প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেন, নিন্দুকরা বলে, যা না বললেও চলত। এমনকি নিজের বিষয়েও অনেক গোপন কথা জনসমক্ষে আকছার বলে ফেলেন রাখী সবন্ত। এ বার অতীতের সে রকমই এক ঘটনা তুলে ধরলেন। নাচের আগে ব্লাউজ ছিঁড়ে গিয়েছিল নায়িকার। কী ভাবে সামলেছিলেন, কী মনে হয়েছিল, বলতে দ্বিধা করেননি রাখী।

২০২১ সালে একটি চ্যানেলের দোলের অনুষ্ঠানে নাচের কথা ছিল রাখীর। মঞ্চে উঠবেন। তার আগেই বিপত্তি। খুলে যায় তাঁর ব্লাউজের দড়ি। মাথা ঠিক রাখতে পারেননি তিনি। সেই ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন রাখী। সেখানে রীতিমতো চেঁচামিচি করছেন তিনি। বলছেন, ‘‘এখনও একটা নাচ শুরুই করলাম না। একটা ঝটকাও দিইনি। আমার ব্লাউজ ফেটে গেল। কী দড়ি বানিয়েছেন? এখন সেফটিপিন দিয়ে কাজ চালাতে হবে। কী ভাবে নাচ করব? সেফটিপিন লাগিয়ে?’’

এর পরেই রাখী অভিযোগ করে জানান, এক জন শিল্পীকে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তা সকলের জানা উচিত। তাঁর কথায়, ‘‘আমি কী করব? আমরা শিল্পী। আমাদের ব্লাউজে শক্ত দড়ি দেওয়া উচিত নয় কি? এর পর লোকে বলবে আমরা বিতর্ক তৈরি করি। আমি কি নিজেই নিজের ব্লাউজ ছিঁড়ব? আমার গোটা ইউনিট অপেক্ষা করছে। এটাই শিল্পীদের ট্র্যাজেডি।’’

এই অভিযোগ করার পর অনেক নেটিজেনরা রাখীর পাশে দাঁড়িয়েছেন। অনেকেই বলেছেন, এই ক্ষেত্রে নায়িকা অন্তত ইচ্ছাকৃত বিতর্ক তৈরির জন্য এ সব করেননি। জনৈক লিখেছেন, ‘‘মঞ্চে নাচের সময় ব্লাউজ ছিঁড়লে কী করতেন রাখী? সকলে তাঁকে নিয়ে কুকথা বলতেন। উল্টোপাল্টা মন্তব্য করতেন।’’ আর এক জন লিখেছেন, ‘‘রাখী চিৎকার করেননি। বরং নিজের মনের কথা বলেছেন।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

এই-বয়সে-পাখি-ধরেছেন-মদন?-ক্রপ-টপে-মধুমিতার-সঙ্গে-বিধায়কের-‘রঙিন’-ছবি-নিয়ে-হাসাহাসি Read Next

এই বয়সে পাখি ধরেছেন মদন? ...