You will be redirected to an external website

Ram Charan: বাবা হচ্ছেন রাম চরণ,বিয়ের ১০ বছর পর...নিলেন কর্মবিরতি

Ram-Charan:-বাবা-হচ্ছেন-রাম-চরণ,বিয়ের-১০-বছর-পর...নিলেন-কর্মবিরতি

বাবা হচ্ছেন রাম চরণ

দক্ষিণী তারকা রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনার কোলে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। নবজাতকের জন্য অপেক্ষা ছাড়া অন্য কিছু করতে পারছেন না অভিনেতা। স্ত্রীর পাশে থাকতে চাইছেন এই সময়। ভাগ করে নিতে চাইছেন ঐশ্বরিক আনন্দের মুহূর্তগুলি। তাই তিন মাসের কর্মবিরতি নিলেন রাম চরণ।

মে মাসের শেষ দিকেই সন্তান পৃথিবীর আলো দেখতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সেই অপেক্ষায় দিন গুনছেন রাম চরণ। সন্তানকে স্পর্শ করে জীবন সার্থক করতে চান তিনি, ভাল বাবা হতে চান।

সদ্য মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরলেন রাম চরণ আর উপাসনা। সূর্যালোকে সামুদ্রিক বাতাস উপভোগ করে মন ভরে গিয়েছে তাঁদের। বালির উত্তাপে হাতে হাত রেখে বসেছিলেন জুটিতে, মাঝে ছিল নবজাতকের স্পন্দন।

ইতিমধ্যে রাম চরণের কাজও শেষ হয়ে যাবে। ‘গেম চেঞ্জার’ ছবির ক্লাইম্যাক্সের কাজ চলছে। তাতে রাম চরণ অভিনীত অংশটুকু এই সপ্তাহে বা পরের সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তার পরই বিরতি নেবেন অভিনেতা। পরবর্তী ছবি ‘বুচি বাবু সানা’-র কাজ সেপ্টেম্বরের পর শুরু করবেন বলে জানা গিয়েছে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

কাপুর-পরিবারে-নতুন-অতিথি,-ফের-ঠাকুমা-হলেন-নিতু Read Next

কাপুর পরিবারে নতুন অতিথ...