You will be redirected to an external website

Ram Charan: মেয়ের অভিনব নাম রাখলেন রাম চরণ,নামের সঙ্গে রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণের যোগ

Ram-Charan:-মেয়ের-অভিনব-নাম-রাখলেন-রাম-চরণ,নামের-সঙ্গে-রয়েছে-ব্রহ্মাণ্ড-পুরাণের-যোগ

মেয়ের অভিনব নাম রাখলেন রাম চরণ

২০ জুন হায়দরাবাদে কন্যাসন্তানের জন্ম দেন রাম চরণের স্ত্রী উপাসনা। বিয়ের প্রায় ১১ বছরের মাথায় রাম চরণ-উপাসনার সংসার নতুন সদস্যের আগমনে খুশি দক্ষিণী ছবির জগৎ। অভিনেতার মেয়ের জন্মের খবর পেয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন দেশের নামজাদা সব তারকা। শুক্রবার ছিল রাম চরণের মেয়ের নামকরণ অনুষ্ঠান। যদিও জন্মের পরই দাদু চিরঞ্জীবী নাতনির নাম রাখেন ‘মেগা প্রিন্সেস’। অবশেষে ৩০ জুন আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা হল তারকা-কন্যার। অভিনেতার মেয়ের নামের সঙ্গে রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণের যোগ।

রাম চরণ মেয়ের নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা। অভিনেতার মেয়ের নামকরণ অনুষ্ঠানের ছবি দিয়ে লেখেন, ‘‘চেঞ্চু জনজাতির উপাস্যা বহুরম্যা দেবীর আশীর্বাদে আপনাদের সকলের সঙ্গে আমাদের কন্যা ক্লিন কারার পরিচয় করাচ্ছি।’’ অভিনেতা জানান, নামটি নেওয়া হয়েছে ‘ললিতা সহস্রনাম’ থেকে, যা ব্রহ্মাণ্ড পুরাণের একটি অংশ। এই নাম মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব জাগ্রত করে, এটাই এর মাহাত্ম্য। তবে এমন একটা নামে নির্বাচনের পুরো কৃতিত্বই অভিনেতা দিয়েছেন মেয়ের দাদু-ঠাকুমাকে। রাম চরণের কন্যার এমন নামকরণে খুশি তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘‘কী পবিত্র একটা নাম!’’ কারও কথায়, ‘‘দক্ষিণী তারকারা যে নিজেদের শিকড় ভোলেন না, এটা তারই প্রমাণ।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

‘দুর্গ-রহস্য’--এর-প্রথম-ঝলক-হাজির,টানটান-উত্তেজনা-কয়েক-সেকেন্ডের-ঝলকে Read Next

‘দুর্গ রহস্য’- এর প্রথম ঝ...