দেবী দুর্গার সাজে সেজে উঠলেন রানু মন্ডল
বিগত বেশ কিছু সময় আগের কথা, রানাঘাট স্টেশন চত্ত্বরে বসে গান গেয়ে উপার্জন করে দিন চালাতেন তিনি। ঠিকানা ছিল এক জীর্ণ কুটির। কিন্তু তাঁর মধুর কন্ঠ এবং সোশ্যাল মিডিয়ার সুবাদে রাতারাতি তাঁর ভাগ্যে পরিবর্তন এল। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কার কথা বলা হতে চলেছে, হ্যাঁ তিনি আর কেউ নন রানু মন্ডল ( Ranu Mondal )। তিনি তাঁর মধুর কন্ঠস্বরির দরুণ জীবনে খ্যাতি, নাম, যশ সবটাই দু’হাত ভরে অর্জন করেছেন। এখানেই শেষ নয়, শোনা গিয়েছে খুব শীঘ্রই তাঁর বায়োপিকও মুক্তি পেতে চলেছে। যার কারণে তুমুল আলোচনার সূত্রপাত ঘটতে দেখা গিয়েছে নেটমাধ্যমে।
কিন্তু এই বিপুল জনপ্রিয়তা থাকা সত্তেও রানু মন্ডলকে ( Ranu Mondal ) মাঝে মধ্যেই বিড়ম্বনার শিকার হতে হয়েছে। যদিও এর অন্যতম কারণ তাঁর করা বেফাঁস মন্তব্য এবং নেটমাধ্যমে ভাইরাল হওয়া তাঁর অভূতপূর্ব কীর্তিকলাপ। জানা গিয়েছে, এই জনপ্রিয়তার উপর ভর করে দিনভর বিভিন্ন ইউটিউবাররা রানু মন্ডলের ( Ranu Mondal ) বাড়িতে ভিড় করে থাকেন, তৈরি করেন তাকে নিয়ে বিভিন্ন রকমের ভিডিয়ো। তবে নেটমাধ্যমে এই সমস্ত ভিডিয়ো নেটনাগরিকদের নজর কাড়লেও, সেগুলো প্রসংশার জায়গায় তীব্র কটূক্তি অর্জন করে।
যেমন কিছুটা এদিন ঘটতে দেখা গেল। সম্প্রতি পুজোর সাজে সেজে সোশ্যাল মিডিয়াতে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে এলেন রানু মন্ডল। নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রকমারি সব সাজ সজ্জার সামগ্রী নিয়ে সাজতে ব্যস্ত রানু মন্ডল। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, এক ইউটিউবার রানু মন্ডলের জন্য একটি নতুন পোশাক নিয়ে এসেছেন। যা হাতে পাওয়ার পর রানু মন্ডল সটান প্রশ্ন করে বসেন, এটা কি নতুন নাকি ব্যবহার করা? যার উত্তরে ইউটিউবার তাঁকে আস্বস্থ করেন, তাঁর জন্য যে যে সামগ্রী আনা হয়েছে তাঁর সবগুলোই নতুন। যা সাজগোজের জন্য তৈরি হন রানু মন্ডল।
সাজ সজ্জা সম্পূর্ণ হওয়ার পর তাঁকে ভাল লাগলেও, রানু মন্ডল নেটমাধ্যমে সমালোচনার শিকার হন তাঁর ব্যবহারের জন্য। সোশ্যাল মিডিয়াতে সমালোচনার সুরে নেটনাগরিকরা বলেছেন, ‘এমন সন্দেহ প্রবণতার কারণেই রানু মন্ডল জীবনে বিরাট খ্যাতি অর্জন করেও ব্যর্থ। তিনি তাঁর প্রতিভার সুবাদে মুম্বাইয়ের নামীদামি শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি তাঁর সদব্যবহার করতে পারেননি। যার কারণে তিনি আজও এই জরাজীর্ণ কুটিরে থাকছেন।’ তবে শুধুমাত্র ইউটিউবার নয় জানা গিয়েছে, আজ জনসম্মক্ষে রানু মন্ডল যার জন্য খ্যাতি অর্জন করেছেন সেই ব্যক্তির সঙ্গেও একদা অশালীন আচরণ করেছিলেন তিনি। যার কারণে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তবে দিনের ভাইরাল ভিডিয়োর হাত ধরে সমালোচকরা চর্চার এক নতুন বিষয় পেলেন তা বলাই যায়।