ইডেনে এসে সৌরভের সঙ্গে দেখাও করে গেলেন রণবীর
প্রত্যাশিত সাক্ষাৎ অবশেষে হল। রবিবার বিকেলে ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রণবীর কপূর। দু’জনে মিলে ক্রিকেটও খেললেন। নিজের ছবি প্রচারে কলকাতায় এসেছেন রণবীর। সেই ফাঁকে ইডেনে এসে সৌরভের সঙ্গে দেখাও করে গেলেন। তবে সৌরভের জীবনীচিত্র নিয়ে কোনও কথা বলতে রাজি হলেন না।
দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবির উপলক্ষে রবিবার সকাল থেকেই ইডেনে ছিলেন সৌরভ। সেখানে তাঁর তত্ত্বাবধানে অনুশীলন করেন ইশান্ত শর্মা, অভিষেক পোড়েলরা। দুপুরেই সেই অনুশীলন শেষ হয়ে যায়। দুপুরেই আসার কথা ছিল রণবীরের। কিন্তু তিনি শেষ পর্যন্ত ইডেনে ঢোকেন বিকেল চারটে দশ নাগাদ।
ঢুকেই সোজা চলে যান ইডেনের লনে। আগে থেকেই অপেক্ষা করছিলেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাবার্তা বলেন রণবীর। তার পরে ক্রিকেট খেলায় মেতে ওঠেন। তার মাঝেই তিনি বলেন, “সৌরভের জীবনীচিত্র নিয়ে আমি কিছু জানি না। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি।”