You will be redirected to an external website

Raha Kapoor:রণবীর না আলিয়া, কার মতো দেখতে হয়েছে রাহাকে? কী বললেন অভিনেতা?

Raha-Kapoor:রণবীর-না-আলিয়া,-কার-মতো-দেখতে-হয়েছে-রাহাকে?-কী-বললেন-অভিনেতা?

রণবীর না আলিয়া, কার মতো দেখতে হয়েছে রাহাকে

তিন বছর না হলে রাহার মুখ প্রকাশ্যে আনা হবে না, এ কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। তাই কপূর বংশের রাজকুমারীকে কেমন দেখতে, তা নিয়ে কল্পনার অন্ত নেই অনুরাগীদের। কেউ ভাবেন নিশ্চয়ই আলিয়ার মতো দেখতে হয়েছে রাহাকে। আবার কেউ ভাবেন রণবীরের মতো। আসলে কেমন দেখতে সেই শিশুকে? কপিল শর্মার শোয়ে এসে জানালেন রণবীর।

লভ রঞ্জন পরিচালিত নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এ অভিনয় করছেন রণবীর। মুক্তির আগে প্রচারে যাচ্ছেন এ দিকে-সে দিকে। তেমনই এক প্রচার-অনুষ্ঠানে কপিলের শোয়ে এসেছিলেন। কথা উঠল তাঁর সদ্যোজাত কন্যা রাহাকে নিয়ে। রণবীরকে পেলেই সবাই তাঁর মুখ থেকে রাহার গল্প শুনতে চায়। বাবা না মা, কার মতো দেখতে হয়েছে তাকে? অভিনেতা বলেন, “আমরা দু’জনেও সেটা নিয়ে দ্বন্দ্বে। কখনও রাহাকে আলিয়ার মতো দেখতে লাগে, কখনও আমার মতো। তবে সবচেয়ে ভাল ব্যাপার হল, ওকে আমাদেরই মতো দেখতে।”

রণবীর আরও জানান, রাহা হাসতে শিখেছে। যখনই ওকে ছেড়ে আসতে হয়, বুক ফেটে যায় তাঁর।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Hrithik-Roshan:ফের-বিয়ের-পিঁড়িতে-হৃতিক,-রোশন-পরিবারে-কবে-বাজবে-সানাই? Read Next

Hrithik Roshan:ফের বিয়ের পিঁড়িতে...