You will be redirected to an external website

Ravi Kishan : ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন রবি কিষণ-কন্যা ইশিতা

Ravi-Kishan-:-ভারতীয়-সেনাবাহিনীতে-যোগ-দিচ্ছেন-রবি-কিষণ-কন্যা-ইশিতা

ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন রবি কিষণ-কন্যা ইশিতা

তারকাসন্তান হলে তাঁর সিনেমায় হাতেখড়ি ধুমধাম করে হবে। সেখানেই ব্যতিক্রমী ভোজপুরী ছবির খ্যাতনামী অভিনেতা রবি কিষণের কন্যা। তারকা সন্তান হয়েও ক্যামেরার সামনে নয়, বরং যোগ দিতে চলেছেন ভারতীয় সেনাবাহিনীতে। ভারত সরকারের উদ্যোগে অগ্নিপথ প্রকল্পের সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন ইশিতা শুক্ল।

অগ্নিপথ প্রকল্পের নিয়ম অনুসারে দেশের ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে যুবারা নিজের নাম নথিভুক্ত করতে পারেন৷ সেই প্রকল্পেই নিজের নাম নথিভুক্ত করান এনসিসি ক্যাডেট ইশিতা। চার বছরের প্রশিক্ষণ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে৷ প্রশিক্ষণ শেষে প্রার্থীরা অগ্নিবীর হয়ে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। সম্প্রতি প্রশিক্ষণ শেষ হয়েছে ইশিতার।

গত বছর রবি কিষণ টুইট করে জানান, তাঁর মেয়ে ইশিতা শুক্ল অগ্নিপথ প্রকল্পের অংশীদার হয়েছেন। মেয়েকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন বাবা রবি কিষাণ। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও অংশ নেন বছর ২১-এর ইশিতা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Sonam-Kapoor:-ঋষি-সুনকের-বাসভবনে-ভারতের-প্রতিনিধি-হিসাবে-সোনমের-নিমন্ত্রণ Read Next

Sonam Kapoor: ঋষি সুনকের বাসভবনে ...