You will be redirected to an external website

Dev-Rukmini: 'আমার একমাত্র সত্য',জন্মদিনে ‘সত্যবতী’ রূপে রুক্মিণীর আত্মপ্রকাশ

Dev-Rukmini:-'আমার-একমাত্র-সত্য',জন্মদিনে-‘সত্যবতী’-রূপে-রুক্মিণীর-আত্মপ্রকাশ

জন্মদিনে ‘সত্যবতী’ রূপে রুক্মিণীর আত্মপ্রকাশ

দেবের সঙ্গে জুটি বেঁধে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে রুক্মিণী যে সত্যবতী হচ্ছেন, সে খবর আগেই প্রকাশিত। এমনকি, সম্প্রতি অভিনেত্রী ছবিতে নিজের ফার্স্ট লুকের আভাস সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তবে সেই ছবি ছিল সাদাকালো। এ বারে অবশ্য পোস্টার আকারে তাঁর লুক প্রকাশ্যে এল। আর সেখানেও রয়েছে চমক। ছবির পোস্টার জানান দিচ্ছে সত্যবতী অন্তঃসত্ত্বা। 

রুক্মিণী সাধারণত জন্মদিন পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন। ফোন থেকে নিজেকে দূরে রাখেন। অভিনেত্রীর জন্মদিনে দেব কী ভাবে তাঁকে শুভেচ্ছা জানান, তা নিয়ে কৌতূহল ছিলই। সমাজমাধ্যমে বান্ধবীকে শুভেচ্ছা জানাতে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দেব। তবে সেখানে ছবির পোস্টার দেখা যায়নি। পরিবর্তে ছবিতে দু’জনের অন্তরঙ্গ কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। তারই সঙ্গে রয়েছে বিদেশে ছুটি কাটানোর কিছু ছবি। রুক্মিণীকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেবের লেখনীও অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অভিনেতা লিখেছেন, ‘‘আমার একমাত্র সত্য। শুভ জন্মদিন রুক্মিণী।’’

জন্মদিন কী ভাবে পালন করবেন সেই পরিকল্পনা জানাতে নারাজ রুক্মিণী। তবে অভিনেত্রীর সমাজমাধ্যমে সেই উদ্‌যাপনের আভাস মিলেছে। পিসির জন্মদিনে অভিনেত্রীকে সঙ্গ দিতে দিল্লি থেকে শহরে এসেছে রুক্মিণীর ভাইঝি আমাইরা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Subhashree-Ganguly:-দ্বিতীয়-বার-মা-হতে-চলেছেন-শুভশ্রী,-সুখবর-দিলেন-তারকা-দম্পতি Read Next

Subhashree Ganguly: দ্বিতীয় বার মা হত...