You will be redirected to an external website

রূপম-অরিজিতের যুগলবন্দি,একসঙ্গে কাজের ঘোষণা দুই তারকা শিল্পীর

রূপম-অরিজিতের-যুগলবন্দি,একসঙ্গে-কাজের-ঘোষণা-দুই-তারকা-শিল্পীর

রূপম-অরিজিতের যুগলবন্দি

এই মুহূর্তে চর্চায় দুই নাম। রূপম ইসলাম এবং অরিজিৎ সিংহ। শনিবার অরিজিতের কনসার্টে রূপমের উপস্থিতি এবং তাঁদের যুগলবন্দি শুনে দর্শক মনে একটাই প্রশ্ন, তাঁদের গান একসঙ্গে কবে শুনতে পাবেন শ্রোতারা? খুব বেশি দিন অপেক্ষা করতে হল না। কয়েক দিন কাটতে না কাটতেই অনুরাগীদের ভাল খবর শোনালেন রূপম স্বয়ং। পাশে হাসিমুখে দেখা গেল অরিজিৎকেও।

কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে রূপম লেখেন, “নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ কি আসছে? হ্যাঁ, আসছে। বিস্তারিত জানবেন পরে।” এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে আরও জানার কৌতূহল। সবটাই যে ক্রমশ প্রকাশ্য তা নিজেই বলে দিয়েছেন রূপম। ওই ভিডিয়োয় রূপম বলেন, “আগের দিন যে ঘটনাটা ঘটেছে, তা ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। কিন্তু এ বার আমরা আসছি একসঙ্গে, পুরো পরিকল্পনা নিয়ে। আগে সব সময় এমনটাই ঘটেছে যে আমি দর্শকাসনে আর অরিজিৎ স্টেজে কিংবা উল্টোটা। এ বার আসছে নতুন কিছু।” অরিজিৎ আর রূপমের নতুন গানের অ্যালবাম আসছে না কি কনসার্ট, কোনও কিছুই অবশ্য এখনও বোঝা যাচ্ছে না।

সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে রূপম লেখেন, “ধন্যবাদ অরিজিৎ, ভালবাসি তোমায়। এই প্রথম আমাদের সামনাসামনি দেখা। এর চেয়ে ভাল আর কী হত! সম্পূর্ণ অনুষ্ঠানে দারুণ আনন্দ করেছি। বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’— শেষ পাতে ছিল উপরি পাওনা। আবার হবে।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

পর্দায়-সৌরভের-চরিত্রে-রণবীর-কপূর-চূড়ান্ত?-মুখ-খুললেন-ডোনা Read Next

পর্দায় সৌরভের চরিত্রে র...