‘সাদা সাদা কালা কালা’ গাইলেন আফ্রিকার জনপ্রিয় ইউটিউবার কিলি পল
‘সাদা সাদা কালা কালা’ গাইলেন আফ্রিকার জনপ্রিয় ইউটিউবার কিলি পল৷ চঞ্চল চৌধুরি অভিনীত ‘হাওয়া’ ছবির এই গান নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে৷ নিজের ছবির গান আফ্রিকান ইউটিউবারের মুখে শুনে আবেগে আপ্লুত অভিনেতা৷ ধন্যবাদ জানালেন কিলিকে৷
অবশ্য এই প্রথম নয়, এর আগেও বাংলা গানে ভিডিও বানিয়েছেন কিলি পল৷ কিছুদিন আগেই ‘আবার বিবাহ অভিযানের’ টাইট্যাল ট্র্যাকে পা মিলিয়েছিলেন তিনি৷ তবে এবার নাচ নয়৷ নিজের গলায় স্পষ্ট বাংলা উচ্চারনে এই গান গাইলেন কিলি৷ স্বাভাবিকভাবেই উচ্ছসিত অভিনেতা চঞ্চল চৌধুরি৷ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিলির গাওয়া গানটি পোস্টও করছেন অভিনেতা৷
মুক্তির পর থেকেই প্রশংসিত চঞ্চল চৌধুরি অভিনীত ‘হাওয়া’৷ এই ছবির গানও একই রকম জনপ্রিয়তা পেয়েছে। সুযোগ পেলে মাঝেমধ্যেই চঞ্চলের কণ্ঠেও একই সুর শোনা যায়। এ বার বাংলার গণ্ডি ছাড়িয়ে ‘কালা পাখি’ গিয়ে পৌছে গিয়েছে সুদূর আফ্রিকার তানজানিয়াতে৷