You will be redirected to an external website

Sahil Khan: আপাতত জেলেই থাকতে হবে, রায় শুনে কোর্ট থেকে বেরিয়েই চিৎকার সাহিল খানের!

Sahil-Khan:-আপাতত-জেলেই-থাকতে-হবে,-রায়-শুনে-কোর্ট-থেকে-বেরিয়েই-চিৎকার-সাহিল-খানের!

রায় শুনে কোর্ট থেকে বেরিয়েই চিৎকার সাহিল খানের!

মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খান (Sahil Khan)। জানা গিয়েছে, ছত্তিসগড় থেকে বলিউড অভিনেতা তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম । রবিবার তাঁকে শিন্ডেওয়াড়ি-দাদর আদালতে পেশ করা হয়েছিল। 

আপাতত তিন রাত জেলেই কাটাতে হবে অভিনেতা সাহিলকে। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “দেশের আইনব্যবস্থা এবং মুম্বই পুলিশের উপর আমার আস্থা রয়েছে। সত্যিটা সামনে আসবেই।” ‘স্টাইল’, ‘এক্সকিউজমি’র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের নজরে এসেছিলেন সাহিল। তবে বহুদিন ধরেই কোনও সিনেমায় দেখা যায়নি তাঁকে। কেবল সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই ‘স্টাইল’ ছবির রিমেকে দেখা যেতে পারে সাহিলকে।

গ্রেপ্তারির আশঙ্কায় বম্বে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন সাহিল। কিন্তু তা খারিজ হয়ে যায়। তার পর থেকেই নাকি পলাতক ছিলেন তারকা। সূত্রের খবর অনুযায়ী, ছত্তিসগড়ের জগদলপুর থেকে সাহিলকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে। অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল, দুজনেই এই কর্মকাণ্ড দুবাই থেকে চালাতেন বলে জানা গিয়েছিল। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যাঁরা রেজিস্ট্রার করতেন, তাঁদের টাকা এক বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ranbir-Kapoor:-ক্যামেরার-সামনেই-নোংরা-ভাষায়-গালিগালাজ,-মেজাজ-হারালেন-রণবীর-কাপুর!- Read Next

Ranbir Kapoor: ক্যামেরার সামনেই ন...