You will be redirected to an external website

মুক্তি পাচ্ছে সলমন খানের ছবি ‘টাইগার থ্রি’,‘টাইগার থ্রি’তে যুক্ত হলেন হৃত্বিক

মুক্তি-পাচ্ছে-সলমন-খানের-ছবি-‘টাইগার-থ্রি’,‘টাইগার-থ্রি’তে-যুক্ত-হলেন-হৃত্বিক

রবিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সলমন খানের ছবি ‘টাইগার থ্রি’

রবিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সলমন খানের ছবি ‘টাইগার থ্রি’। সলমন খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি অভিনয় করেছেন সেই ছবিতে। যশরাজ স্পাই ইউনিভার্সের ছবি সেটি। টাইগার ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় সংস্করণ। আগে থেকেই খবর ছিল ‘টাইগার থ্রি’তে ক্যামিও চরিত্রে থাকছেন শাহরুখ খান। যশরাজের ‘পাঠান’ স্পাই ছবিতে ‘পাঠান’ ছিলেন শাহরুখ। সেই চরিত্রটিই থাকছে ‘টাইগার থ্রি’তে। ঠিক যেমন সমলনকে টাইগারের চরিত্রে ক্যামিও করতে দেখা যায় ‘পাঠান’-এ। 

‘টাইগার থ্রি’তে নতুনভাবে ঢোকানো হয়েছে ‘কবীর’ হৃত্বিক রোশনকে। শনিবার, ৪ নভেম্বর, সিন শুট করা হয়েছে মুম্বইয়ের যশরাজ স্টুডিয়োতে। কবীর হয়ে শুটিং করার সময় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন হৃত্বিক।

সূত্র জানিয়েছেন, ২৭ অক্টোবরই সেন্সর বোর্ড পাশ করে দিয়েছিল ছবিটি। তবে ফের একবার সেন্সর বোর্ডের কাছে পাঠানো হয়েছে ছবিটি। নতুন অংশটি জোড়া হয়েছে বলেই এই সিদ্ধান্ত। ৬ নভেম্বর সেন্সর বোর্ড থেকে পাশ শংসাপত্র পেয়েছে ‘টাইগার থ্রি’। হৃত্বিকের দৃশ্য ঢুকেছে বলে শো টাইমও বেড়েছে অনেকটাই। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

আর-গুঞ্জন-নয়!-প্রাক্তন-মুখ্যমন্ত্রীর-নাতির-সঙ্গে-প্রেম-করছেন-জাহ্নবী Read Next

আর গুঞ্জন নয়! প্রাক্তন মু...