You will be redirected to an external website

শহর জুড়ে শুধুই 'ভাইজান' 'ভাইজান' রব! ১৩ বছর পরে কলকাতায় পা রাখলেন সলমন

শহর-জুড়ে-শুধুই-'ভাইজান'-'ভাইজান'-রব!-১৩-বছর-পরে-কলকাতায়-পা-রাখলেন-সলমন

কলকাতায় পা রাখলেন সালমান খান

মধ্যরাতে কলকাতায় পা রাখলেন সালমান খান। বিমানবন্দর থেকে বেরিয়ে কড়া নিরাপত্তার মধ্যেই অগণিত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে করলেন শুভেচ্ছা বিনিময়। চেনা ছন্দেই ধরা দিলেন সকলের প্রিয় ভাইজান।  সঙ্গে ছিলেন অভিনেতা মনীশ পালও।

কলকাতায় প্রায় ১৩ বছর পর কলকাতায় এলেন সলমন। শেষবারের মতো ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন সলমন খান৷ তাই এবারের সলমনের কনসার্ট নিয়ে বেশি উন্মাদনা দর্শকদের মধ্যে তৈরি হয়েছে৷ একাধিকবার মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন সলমন খান৷ এই কারণে বারবার কলকাতায় আসা পিছিয়ে যাচ্ছিল ভাইজান৷ অবশেষে ভাইজান এলেন কলকাতায়৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলেছেন সলমন খান৷ তারপরই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নিতে চলেছেন সলমন খান৷ সলমনের টিমের পক্ষ থেকেই চূড়ান্ত শিলমোহর দেওয়া হয়েছে৷ অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বুকিং৷ ঝড়ের গতিতে টিকিট বিক্রি হচ্ছে৷ মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট৷ তারপর আরও বেশি মূল্যের টিকিট রয়েছে৷ যেমন- ১৫০০, ১৬৫০, ২৫০০, ৩৫০০ টাকার টিকিটও রয়েছে৷ তবে সর্বোচ্চ টিকিটের দাম ২৫ হাজার টাকা৷ জানা গিয়েছে, ‘ভাইজান জোন’, ‘টাইগার জোন’, ‘ওয়ান্টেড জোন’-এ বসে সলমনের কনসার্ট দেখতে পারবেন দর্শকরা৷ ওই অনুষ্ঠানে দর্শকদের সামনে সলমনের পাশাপাশি উপস্থিত থাকবেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, জ্যাকলিন ফার্নান্ডেজ, গুরু রন্ধাওয়া, মণীশ পাল।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার �...

রাঘবের-সরকারি-বাংলো-আলোয়-সেজেছে,আজ-বাগদান,-বিয়ে-কবে? Read Next

রাঘবের সরকারি বাংলো আলো�...

Related News