You will be redirected to an external website

Salman Khan: ভাইজানের প্রথম প্রেম কে জানেন?দীর্ঘক্ষণ অপেক্ষা করতেন সলমন খান তাঁর জন্য

Salman-Khan:-ভাইজানের-প্রথম-প্রেম-কে-জানেন?দীর্ঘক্ষণ-অপেক্ষা-করতেন-সলমন-খান-তাঁর-জন্য

দীর্ঘক্ষণ অপেক্ষা করতেন সলমন খান তাঁর জন্য

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অবশ্য চিরকালই খোলামেলা সলমন খান। কখনও সোমি আলি, সঙ্গীতা বিজলানী বা কখনও ঐশ্বর্য রাই বা ক্যাটরিনা কায়েফ একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভাইজানের।

তবে জীবনে প্রথম কাকে মন দিয়েছিলেন সলমন খান? শোনা যায় প্রথম প্রেমের জন্য ঘন্টার পর ঘন্টা কলেজের বাইয়ে দাঁড়িয়ে অপেক্ষাও করতেন এই অভিনেতা।

সলমন খানের সেই  প্রথম প্রেম হল শাহিন জাফরি। জনপ্রিয় অভিনেতা অশোক কুমারের নাতনি ও অভিনেত্রীর কিয়ারা আদভানির সম্পর্কে কাকিমা শাহিন। জীবনে প্রথম তাকেই মন দিয়ে বসেন অভিনেতা। এক ইভেন্টে প্রথমবার শাহিনকে দেখেই প্রেমে পড়ে যান সলমন খান। এমনকী শাহিনের সঙ্গে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা সেন্ট জেভিয়ার্স কলেজের বাইরেও দাঁড়িয়ে থাকতেন অভিনেতা।

১৯ বছর বয়সে শাহিনের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। তখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলন সলমন। সদ্য পা দিয়েছেন বলিউডে। পুত্রবধূ হিসাবে শাহিনকে অত্যন্ত পছন্দ ছিল সলমনের পরিবারেরও। কিন্তু শিঘ্রই প্রেমে চিড় ধরে এই যুগলের।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Alia-Bhatt:-রাহার-ছবি-প্রকাশ্যে-আনবেন-কবে?-জবাব-দিলেন-আলিয়া Read Next

Alia Bhatt: রাহার ছবি প্রকাশ্যে...