You will be redirected to an external website

Arijit-Salman: অরিজিৎকে নিয়েই বড় ঘোষণা সলমনের, 'টাইগার থ্রি'র জন্য গান গাইলেন অরিজিৎ

Arijit-Salman:-অরিজিৎকে-নিয়েই-বড়-ঘোষণা-সলমনের,-'টাইগার-থ্রি'র-জন্য-গান-গাইলেন-অরিজিৎ

অরিজিৎকে নিয়েই বড় ঘোষণা সলমনের

নয় নয় করে প্রায় নয় বছর। নয় বছরে একে অন্যের মুখ দেখেননি সলমন খান ও অরিজিৎ সিং। এতটাই তিক্ত হয়েছিল যে সম্পর্ক যে অরিজিতের কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন সলমন খান। তবে অবশেষে সব বৈরিতার অবসান। সলমন ও ক্যাটরিনা কাইফের আসন্ন ছবি ‘টাইগার থ্রি’র জন্য গান গাইলেন অরিজিৎ। প্রায় ৯ বছর পর সলমনের লিপে গান গাইতে দেখা যাবে তাঁকে। তাঁর ওই ছবির গানের ঝলক শেয়ার করে খোদ সলমন খান লিখেছেন, “প্রথম গানের প্রথম ঝলক। গানের না ‘লেকে প্রভু কে নাম’। আর হ্যাঁ। অরিজিতের সিংয়ের এটা আমার জন্য প্রথম গান।” 

সলমন খান ও অরিজিৎ সিংয়ের সম্পর্কের বরফ যে গলতে শুরু করে ছে সেই আঁচ আগেই পাওয়া গিয়েছিল। সম্প্রতি ভারত-প্যাকিস্তান ম্যাচের আগে এক মঞ্চে হাজির ছিলেন দু’জনেই। শুধু কি তাই? সলমনের বাড়ি থেকেই সম্প্রতি বের হতে দেখা যায় অরিজিৎকেও। এর পরেই ধারণা করা যায়, সব কিছু ঠিক হয়েছে তাঁদের মধ্যে। 

ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। এক অ্যাওয়ার্ড শো’তে সলমন খানের কাছ থেকে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। পরেছিলেন সাদামাঠা পোশাক। যা দেখে তাঁকে কটাক্ষ ছুড়ে দেন সলমন। বলেন, “”দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছ…”। চুপ করে থাকেননি অরিজিৎও। পাল্টা উত্তর দেন। বলেন, “কী করব, সবাই মিলে ঘুম পাড়িয়ে দিয়েছেন”। ভাইজানের মুখে উপর কথা! তাও আবার সকলের সামনে! অরিজিতের এই ‘ঔদ্ধত্য’ যে সলমন ভাল ভাবে নেননি তা টের পাওয়া গিয়েছিল কিছু সময় পরেই। একের পর এক সলমনের ছবির কাজ হাতছাড়া হয় তাঁর। পড়তে হয় অনেক সমস্যার মুখেও।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

অকালে-চলে-গেলেন-জনপ্রিয়-মালায়ালাম-টিভি-পরিচালক-আদিত্যন Read Next

অকালে চলে গেলেন জনপ্রিয...