You will be redirected to an external website

বিয়ে করছেন আরবাজ খান,৫৭ বছরে দ্বিতীয় বিয়ে করছেন সলমনের ভাই

বিয়ে-করছেন-আরবাজ-খান,৫৭-বছরে-দ্বিতীয়-বিয়ে-করছেন-সলমনের-ভাই

৫৭ বছরে দ্বিতীয় বিয়ে করছেন সলমনের ভাই

 রবিবার কাউকে আগাম কিছু না জানিয়েই বোন অর্পিতা শর্মার বাড়িতেই চুপিসারে শুভকাজ সেরে ফেলছেন তিনি। এই মুহূর্তে মুম্বইয়ে সংঘটিত হচ্ছে তাঁর বিয়ের অনুষ্ঠান। পাত্রী সুরাহ খান, একজন মেকআপ আর্টিস্ট। প্রাক্তন প্রেমিকা জর্জিয়া ও আরবাজের বয়সের ফারাক ছিল বিস্তর। প্রায় ২৩ বছরের ছোট ছিলেন জর্জিয়া। আর এখন? দ্বিতীয় স্ত্রী সুরাহ খান ও আরবাজের বয়সের ফারাক কত? এই মুহূর্তে আরবাজের বয়স ৫৭ বছর। ওদিকে সুরাহর বয়স ৪১ বছর। দু’জনের বয়সের ফারাক প্রায় ১৫/১৬ বছরের। ইতিমধ্যেই বিবাহ বাসরে পৌঁছে গিয়েছেন সুরাহ। সে ভিডিয়োও সামনে এসেছে। 

আরবাজের জীবনের বিভিন্ন সময়ে এসেছে নানা নারী। এই যেমন ১৯ বছরের দাম্পত্য জীবন শেষ হয়েছে মালাইকার সঙ্গে। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদের পর জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। যদিও প্রাক্তনদের সঙ্গে তিক্ততা নেই তাঁর। সবাই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Aarbaaz-Khan:-বিয়ের-মাত্র-পাঁচ-দিন-আগে-প্রেম-নিবেদন-করেন-আরবাজ়! Read Next

Aarbaaz Khan: বিয়ের মাত্র পাঁচ দি...