You will be redirected to an external website

Bigg Boss Ott 2: মেজাজ খোয়ালেন সঞ্চালক,‘বিগ বস্ ওটিটি’ ছাড়তে চলেছেন সলমন!

Bigg-Boss-Ott-2:-মেজাজ-খোয়ালেন-সঞ্চালক,‘বিগ-বস্-ওটিটি’-ছাড়তে-চলেছেন-সলমন!

বিগ বস্ ওটিটি’ ছাড়তে চলেছেন সলমন!

দীর্ঘ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে ‘বিগ বস্’-এর সঞ্চালক সলমন খান। এ বছর আবার ‘বিগ বস্ ওটিটি’-র দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে চলতি সপ্তাহে বিগ বস্-এর ঘরে এমন কাণ্ড ঘটল, যাতে দর্শকের চক্ষু প্রায় ছানাবড়া। গেম চলাকালীন দুই প্রতিযোগী আকাঙ্ক্ষা পুরী ও জাদ হাদিদ একে অপরের ঠোঁটে ঠোঁট রাখেন। ৩০ সেকেন্ডেরও বেশি সময় ধরে চলে চুম্বন। তাতেই চটেছেন সলমন।

এই শো-এ আসার আগে ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ বজায় রাখার কথা বলেছিলেন তিনি। জাদ-আকাঙ্ক্ষার চুম্বন সলমনের প্রতিশ্রুতিকে শুরুতেই যেন চ্যালেঞ্জ জানাল। তাতেই বেজায় চটেছেন তিনি। ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে এসে সলমন বলেন, ‘‘তোমরা সবাই ভাবছ, এই সপ্তাহে যা ঘটেছে সেটাই সপ্তাহের চর্চিত বিষয়! আসলে এটা পরীক্ষা ছিল তোমাদের শিক্ষার, সংস্কারের, পারিবারিক মূল্যবোধের। তোমরা যা করেছ, তাঁর জন্য ক্ষমা চাইতে হবে না। আমি তোয়াক্কা করি না এই ক্ষমাপ্রার্থনার। আমি বেরোচ্ছি এই শো থেকে।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Bhumi-Pednekar:-ঝালমুড়ি-নিয়েই-কলকাতা-থেকে-মুম্বইয়ে-ফিরলেন-ভূমি-পেডনেকর Read Next

Bhumi Pednekar: ঝালমুড়ি নিয়েই কল...