You will be redirected to an external website

Salman Khan: ওটিটির BIGG BOSS এবার সলমন, বেজায় খুশি দর্শকেরা

Salman-Khan:-ওটিটির-BIGG-BOSS-এবার-সলমন,-বেজায়-খুশি-দর্শকেরা

ওটিটির BIGG BOSS এবার সলমন

বিগ বস ওটিটির এটা দ্বিতীয় সিজ়ন। প্রথম সিজনে সঞ্চালকের ভুমিকায় ছিলেন পরিচালক প্রযোজক করণ জোহর। তবে এবার আর অন্য কোনও নাম নয়, খোদ সলমন খানই থাকছেন এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে। বিগ বস এক কথায় যেন তাঁকে ছাড়া অসম্পূর্ণ। হিন্দি রিয়্যালিটি শোয়ের মধ্যে সর্বাধিক জনপ্রিয় এই শোয়ের প্রাণকেন্দ্রই হল সলমন খান। তিনি নিজের মতো করেই এই শোকে একটি আকার দিয়েছেন। ঘরের ভেতর থাকা সেলেবদের খুটিনাটিকে যেভাবে তিনি বিচার করে সকলের সামনে তুলে ধরেন তা এক কথায় বলতে গেলে বেশ সমালোচিত। তবে সলমন খানকে এবার ওটিটি-তে পেয়েও বেজায় খুশি দর্শকেরা। যদিও একটা সময় শোনা গিয়েছিল যে সলমন খান ছেড়ে দিতে চলেছেন বিগ বসের কাজ। সঞ্চালনা করবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, শেষবার ওটিটিতে ঝড় তুলেছিলেন দিব্যা, তাঁরর প্রসঙ্গে রাকেশ বলেন, “শেষ পর্যন্ত টিকে থাকাটা আসল লড়াই ছিল। হ্যাঁ, পুরো জার্নিটাই বিচার্য। দিব্যা একাই খেলেছে। আমি জানি ওই বাড়ির মধ্যে একা খেলা কতটা কঠিন। আমি কোনও একটা এপিসোডে ওকে বলেছিলাম, ওকে এ জন্য আমি শ্রদ্ধা করি। ও নিজের যুদ্ধ লড়েছে, জিতেছে, তার জন্য ওকে অভিনন্দন।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Adipurush:-অনেক-তর্ক-বিতর্ক,-প্রতিকূলতা-পেরিয়ে..প্রথম-দিনেই-একশো-কোটির-দৌড়ে-‘আদিপুরুষ’! Read Next

Adipurush: অনেক তর্ক-বিতর্ক, প্...