You will be redirected to an external website

Sanjay Dutt: চোট পেলেন সঞ্জয় দত্ত! তাইল্যান্ডে শুটিংয়ে মাথায় আঘাত

Sanjay-Dutt:-চোট-পেলেন-সঞ্জয়-দত্ত!-তাইল্যান্ডে-শুটিংয়ে-মাথায়-আঘাত

শুটিং ফ্লোরে চোট পেলেন সঞ্জয় দত্ত

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। আসলে অভিনেতাকে তলোয়ার নিয়ে অ্যাকশন করতে হচ্ছিল। কিন্তু অসাবধানতাশত আঘাত লাগে মাথায়। তৎক্ষণাৎ বিশেষ একটি দল সঞ্জয়কে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে অভিনেতা নাকি কোনও ছুটি নেননি। প্রাথমিক চিকিৎসার পর আবার তিনি শুটিং ফ্লোরে ফিরেছেন। যদিও এই দুর্ঘটনা প্রসঙ্গে সঞ্জয় এখনও কোনও রকম প্রতিক্রিয়া দেননি। তাই এই খবরের সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

এর আগে গত এপ্রিল মাসে কন্নড় ছবি ‘কেডি’-র সেটে বোমা ফেটে সঞ্জয়ের আহত হওয়ার গুজব ছড়ায়। বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে ছবির শুটিং চলাকালীন নাকি আচমকাই ফেটে যায় বোমা। খবর ছড়ায়, অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। শুটিংও নাকি বন্ধ। পরে অবশ্য খবরটি নেহাতই গুজব বলে সমাজমাধ্যমে জানান সঞ্জয়।

এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-তে কাজ করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়কের চরিত্রেই দেখা যেতে চলেছে সঞ্জুবাবাকে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Bagha-Jatin:-প্রকাশ্যে-এল-দেব-অভিনীত-‘বাঘাযতীন’-ছবির-‘প্রি-টিজ়ার’ Read Next

Bagha Jatin: প্রকাশ্যে এল দেব অভ...