You will be redirected to an external website

Sara Ali Khan: কলকাতায় সারা আলি খান, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে খেলেন ফুচকা

Sara-Ali-Khan:-কলকাতায়-সারা-আলি-খান,-মাঝরাস্তায়-দাঁড়িয়ে-পড়ে-খেলেন-ফুচকা

কলকাতায় সারা আলি খান

কলকাতায় সারা আলি খান। কাঁকুরগাছিতে একটি গয়না প্রস্তুতকারক সংস্থার নতুন শো-রুম উদবোধনে হাজির হন শর্মিলা ঠাকুরের নাতনি৷পাশাপাশি, আগামী মাসেই মুক্তি পাচ্ছে সারা-র নতুন ছবি 'জরা হটকে, জরা বচকে'! সেই ছবির প্রচারও ছিল কলকাতা সফরের আরেক উপলক্ষ্য,সারা বলেন যে তিনি খেতে ভালোবাসেন। কলকাতায় এসে মিষ্টি দই খেয়েছেন। এবার তাঁর ফুচকার খাওয়ার পালা।  রাসেল স্ট্রিটে চলে যান ফুচকা খেতে। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে নায়িকার জবাব, দারুণ মজা হচ্ছে। 

কলকাতায় এসেছেন আর ফুচকা খাবেন না তা হয় নাকী? ডায়েটিং ভুলে রাস্তার মাঝেই ফুচকা খাওয়া শুরু করলেন সৈফ-অমৃতা কন্যা, শুধুই ফুচকা নয়, কলকাতার জনপ্রিয় মিষ্টি খেতেও ভোলেননি সুন্দরী ,এদিন সারা আলি খানের পরনে ছিল হালকা সবুজ ও রানী পিঙ্ক কম্বিনেশনের স্যুট সঙ্গে সারারা ট্রাউজার। কানে পরেছিলেন ঝুমকা, হাতে ভর্তি চুড়ি। একেবারে দেশি গার্ল সেজে কলকাতায় ঘুরে গেলেন সারা আলি খান।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

শেষমেশ-ফতিমার-সঙ্গেই-আমিরের-তৃতীয়-বিয়ে!-ফাঁস-হল-দিনক্ষণ Read Next

শেষমেশ ফতিমার সঙ্গেই আম...