You will be redirected to an external website

শেষ হল ‘ডন ৩’-এর গল্প, খুশির মেজাজ শাহরুখ ভক্তমনে

শেষ-হল-‘ডন-৩’-এর-গল্প,-খুশির-মেজাজ-শাহরুখ-ভক্তমনে

এক গুচ্ছ সুখবর নিয়ে ফিরেছেন শাহরুখ খান

দীর্ঘ বিরতির পর এক গুচ্ছ সুখবর নিয়ে ফিরেছেন শাহরুখ খান। একের পর এক ছবির কাজ শেষ করছেন তিনি। পাঠান বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে তা এক কথায় বলতে গেলে কোথাও গিয়ে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। তবে এখনও শেষ হয়নি পাঠান ঝড়। সদ্য তা মুক্তি পেয়েছে বাংলাদেশে। দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশে মুক্তি পেল হিন্দি ছবি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া সেই খবরের কেন্দ্রে এবার নয়া বক্স অফিস কালেকশন ঘিরে জল্পনা তুঙ্গে। সম্প্রতি শাহরুখ খান জওয়ান ছবির শুটিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে পাইপলাইনে রয়েছে তাঁর আগামী ছবি ডানকি। সব মিলিয়ে ঝড়ের গতিতে ভাইরাল হওয়া শাহরুখের তিন ছবির মাঝে এবার এল সুখবর। শেষ হল ডন ছবির চিত্রনাট্য লেখার কাজ।

ফারহা খান সম্প্রতি এই কাজ শেষ করেছেন বলেই খবর সামনে। অমিতাভ বচ্চনের জনপ্রিয় ছবি ডন মুক্তি পাওয়ার পর তা দর্শকদের মনে স্থায়ী -জায়গা করে নেয়। এরপর তারই নয়া সংস্কারণ বানিয়েছিলেন শাহরুখ খান। যে ছবিও বক্স অফিসে ভাস প্রভাব ফেলেছিল। এবার সামনে এল ডন থ্রি ছবির খবর। সদ্য অ্যাকশন প্যাকে ঝড় তুলেছেন শাহরুখ খান। এবার নয়া অ্যাকশন প্লটে দেখা যাবে তাঁকে। আসছে ডন থ্রি ছবি।

সলমন খান থেকে শুরু করে আমির খান, অক্ষয় কুমার একে একে অভিকাংশ স্টারই বক্স অফিসকে ছন্দে ফেরাতে ব্যস্থ হয়েছে। একমাত্র শাহরুখ খানই ১০০০ কোটির ব্যবসা করেছেন। তাই পুরোনো বিবাদ ভুলে এবার শাহরুখ খানের সঙ্গেই নয়া সমীকরমে ফিরতে চলেছেন ফারহা খান। অতীতে শাহরুখ খানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব এক বচসার কারণে নষ্ট হয়ে গিয়েছিল। তবে সেই অভিমান ভলে আবারও বর্তমানে এক হয়েছেন এই জুটি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

ঠোঁটে-আঁকলেন-চুম্বন!-বাগ্‌দানের-পরে-অন্য-রাঘবকে-চেনালেন-পরিণীতি Read Next

ঠোঁটে আঁকলেন চুম্বন! বাগ...