You will be redirected to an external website

ডাঙ্কি’ নিয়ে দর্শকরা দুই শিবিরে বিভক্ত,বছরশেষে ভক্তদের নিরাশ করলেন না শাহরুখ

ডাঙ্কি’-নিয়ে-দর্শকরা-দুই-শিবিরে-বিভক্ত,বছরশেষে-ভক্তদের-নিরাশ-করলেন-না-শাহরুখ

বছরশেষে ভক্তদের নিরাশ করলেন না শাহরুখ

ছবি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গিয়েছে। কিন্তু তা নিয়ে অনুরাগীদের কোনও মাথাব্যথা নেই। শাহরুখ খানকে বড় পর্দায় দেখতে পেলেই তাঁরা খুশি। আর যদি তাঁদের চোখের সামনে সশরীরে হাজির হন বাদশা, তা হলে তো সোনায় সোহাগা। রবিবারের বিকেলটা এই ভাবেই অগণিত ভক্তের কাছে স্মরণীয় করে রাখলেন শাহরুখ।

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ছবি ‘ডাঙ্কি’। ছবিতে শাহরুখের অভিনয় প্রশংসিত হয়েছে। যদিও অনেকের দাবি, ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর তুলনায় এই ছবি অনেকটাই পিছিয়ে রয়েছে। কিন্তু তা বলে অনুরাগীদের দাবি ফেরাতে পারলেন না বাদশা। 

রবিবার ছুটির দিনে সকাল থেকেই বান্দ্রার ব্যান্ড স্ট্যান্ডের বাইরে ভিড় জমতে শুরু করে। জনতার লক্ষ্য ছিল মন্নত। দলে দলে শাহরুখের বাড়ির সামনে তাঁরা ভিড় করতে থাকেন। উদ্দেশ্য, যদি একবার প্রিয় তারকা বাইরে বেরিয়ে আসেন। তাঁদের নিরাশ করলেন না বাদশা। পরিচিত ভঙ্গিতে বাড়ির বাইরে রাস্তা সংলগ্ন বারান্দায় বেরিয়ে এলেন। শাহরুখের পরনে ছিল নীল জিন্‌স এবং নীল রঙা সোয়েটার। চোখে রোদচশমা। হেয়ারব্যান্ড পরা লম্বা চুল মাথার পিছন থেকে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। দু’হাত তুলে উপস্থিত জনতাকে ধন্যবাদ জানালেন শাহরুখ। ছুঁড়ে দিলেন চুম্বন। তত ক্ষণে রাস্তায় যানজট।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বিয়ে-করছেন-আরবাজ-খান,৫৭-বছরে-দ্বিতীয়-বিয়ে-করছেন-সলমনের-ভাই Read Next

বিয়ে করছেন আরবাজ খান,৫৭ ব...