You will be redirected to an external website

বাদশার কাছে আবদার করতেই ইচ্ছে পূরণ মিমির !

বাদশার-কাছে-আবদার-করতেই-ইচ্ছে-পূরণ-মিমির-!

মিমির আবদার রাখলেন শাহরুখ ! সংগৃহীত ছবি

পাঠান’-এর সাফল্যের পর শাহরুখের কাছে আবদার করেন মিমি, ‘পাঠান ২’-এর নায়িকার হওয়ার জবাব মেলেনি। তবে এ বার আরও এক আবদার করলেন নায়িকা, এ বার ইচ্ছেপূরণ করলেন বাদশা।

যদিও ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালেই রাখতে চান মিমি। তবে অনেকদিন আগে শোনা গিয়েছিল, তিনি বিদেশী ছেলেকে খুব ভালবাসেন। তবে অপেক্ষার অবসান! এদিন অভিনেত্রী নিজেই জানালেন তাঁর প্রেমের কথা। সকলের সামনেই কবুল করেছেন। আসলে বলিউডের বাদশা শাহরুখকে খুবই ভালবাসেন অভিনেতা। অন্যান্যদের মতো তিনি নিজেও শাহরুখের নায়িকা হতে চান। তাই ‘পাঠান’-এর সাফল্যের পর শাহরুখের কাছে মিমি আবদার করেছিলেন, ‘পাঠান ২’-এর নায়িকার হওয়ার জন্যে। তখন জবাব মেলেনি। তবে এবার আরও একটি আবদার রাখলেন নায়িকা, এ বার মিমির সেই ইচ্ছেপূরণ করলেন বাদশা। সেটা কী? আসলে সোমবার ইডেন গার্ডেন্সে আইপিএলে পঞ্জাব সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে কেকেআর। তার আগেই মিমি শাহরুখের কাছে আব্দার করে বসলেন, কেকেআরের কাস্টমাইজড জার্সির জন্যে।

সাংসদের এমন ইচ্ছের কথা জানতে পেরেই শাহরুখের দল হাজির জার্সি নিয়ে। বেগুনি রঙের জার্সির উপর সোনালি হরফে লেখা মিমির নাম। ওই জার্সি হাতে এদিন নিজেই ইনস্টাগ্রামে ছবি দিলেন নায়িকা। এদিকে কেকেআরের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও একই ছবি পোস্ট করে লেখা হয়, ‘দারুণ লাগছে মিমি।’ তাহলে কী, সোমবার এই পোশাকেই ম্যাচ দেখতে যাবেন নায়িকা? সেটাই দেখার পালা।

AUTHOR :Rita Ghosh

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

সোমবার-দিল্লি-পৌঁছন-রাঘব-পরিণীতি,-বিয়ের-তারিখ-ঘিরে-জোর-জল্পনা Read Next

সোমবার দিল্লি পৌঁছন রাঘ...