You will be redirected to an external website

Suhana Khan: রাস্তায় ভিক্ষুক দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ-কন্যা

Suhana-Khan:-রাস্তায়-ভিক্ষুক-দেখে-সাহায্যের-হাত-বাড়িয়ে-দিয়েছেন-শাহরুখ-কন্যা

ভিক্ষা চাইতেই নোট এগিয়ে দিলেন শাহরুখ-কন্যা

একটা সময় পাপারাৎজি দেখলে নিজেকে কার্যত লুকিয়ে রাখতেন সুহানা খান। কিন্তু সময় বদলেছে। শো-বিজে নিজকে প্রতিষ্ঠিত করার আগে বদলে গিয়েছে শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খানের আচরণও। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। না পার্টির ভিডিয়ো নয়। বরং রাস্তায় ভিক্ষুক দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। কত টাকা দিয়েছেন সুহানা, তাও ধরা পড়েছে ক্যামেরায়। এলবিডি অর্থাৎ ‘লিটল ব্ল্যাক ড্রেস’ পরে পার্টিতে গিয়েছিলেন। 

সুহানা চাইলে পারতেন এড়িয়ে যেতে, কিন্তু তিনি তা করেননি। ব্যস্ততা দেখেই বোঝা যাচ্ছে, তাঁর তাড়া ছিল। কিন্তু তা সত্ত্বেও অপেক্ষা করেন সুহানা। এর পরেই ওই মহিলার হাতে ১০০টাকার একটি নোট ধরিয়ে দেন তিনি। এখানেই শেষ নয়, গাড়িতে ওঠার আগেও তাঁর হাতে আরও একট ৫০০টাকার নোট ধরিয়ে দেন তিনি। ওই মহিলাও বেজায় খুশি। দুই হাতে দুই নোট নিয়ে কার্যত নাচতে দেখা যায় তাঁকে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। আর ভাইরাল হতেই সুহানার দিকে এসেছে প্রশংসাসূচক মন্তব্য। এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, “হতে পারেন তিনি পাপা কি পরি, তবে তাঁর মনটা ভাল।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Shah-Rukh-Khan:-‘জওয়ান’-এর-নতুন-গান-প্রকাশের-আগে-বার্তা-শাহরুখের Read Next

Shah Rukh Khan: ‘জওয়ান’-এর নতুন গা...