You will be redirected to an external website

Shah Rukh Khan: ‘জওয়ান’-এর নতুন গান প্রকাশের আগে বার্তা শাহরুখের

Shah-Rukh-Khan:-‘জওয়ান’-এর-নতুন-গান-প্রকাশের-আগে-বার্তা-শাহরুখের

আবার নিজের পরিচিত মেজাজেই ফিরছেন শাহরুখ খান

দীর্ঘ সময় পর আবার নিজের পরিচিত মেজাজেই ফিরছেন শাহরুখ খান। সোমবার মুক্তি পাবে ‘জওয়ান’ ছবির নতুন গান। এর আগেই জানা গিয়েছিল, এই গানে শাহরুখের সঙ্গে থাকবেন নয়নতারা। মুক্তির আগেই রবিবার গানের সংক্ষিপ্ত ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বাদশা।

গানের নাম ‘চলেয়া’। রবিবার সমাজমাধ্যমে হিন্দি, তামিল এবং তেলুগু— এই তিন ভাষায় গানের ঝলক প্রকাশ করেন শাহরুখ। সঙ্গে তিনি লেখেন, ‘‘আপনাদের মনে ভালবাসা জায়গা খুঁজে নেবে।’’ গানের ঝলক থেকে প্রমাণিত, এই গানে তাঁর চিরচেনা রোম্যান্টিক মুডে ধরা দেবেন বাদশা। তাঁর নাচের ঝলকও মিলেছে। তবে, নয়নতারাকে দেখা গিয়েছে খুব সামান্য সময়ের জন্য। সম্প্রতি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব ‘আস্ক এসআরকে’ চলাকালীন শাহরুখ জানিয়েছিলেন যে, ‘জওয়ান’ ছবির বাকি গানের মধ্যে এই গানটিই তাঁর সব থেকে প্রিয়। 

‘জওয়ান’ এর নতুন গানের ঝলক মিলতেই অনুরাগীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। পিছিয়ে নেই মায়ানগরীর তারকারাও। যেমন ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখের সহ-অভিনেত্রী দীপিকা পাডুকোনের মন্তব্য, ‘‘কী সুন্দর গানটা’’। অনুরাগীদের একাংশের মতে, শাহরুখকে তাঁরা এই ভাবেই দেখতে চান।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Gadar-2-:-‘গদর-২’-এর-সাফল্যের-তৃতীয়-দিনে-ব্যবসা-৫১-কোটি Read Next

Gadar 2 : ‘গদর ২’-এর সাফল্যের ত...