You will be redirected to an external website

Jawan: ৫৭-তেও নিজেকেই নিজে টেক্কা দিচ্ছেন শাহরুখ!‘জওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং

Jawan:-৫৭-তেও-নিজেকেই-নিজে-টেক্কা-দিচ্ছেন-শাহরুখ!‘জওয়ান’-এর-টিকিটের-অগ্রিম-বুকিং

৫৭-তেও নিজেকেই নিজে টেক্কা দিচ্ছেন শাহরুখ

 গত ১০ জুলাই ছবির প্রিভিউ দেখেই সাড়া পড়ে গিয়েছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। ট্রেলার মুক্তির পর সেই উন্মাদনা আরও বেড়েছে। এত দিনের অপেক্ষার পরে অবশেষে শুরু হয়েছে ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিং। ছবিমুক্তির মাত্র সাত দিন আগে অগ্রিম বুকিং শুরু হওয়ায় দর্শক ও অনুরাগীদের তরফে বিপুল পরিমাণে সাড়া পাওয়ার আশা ছিলই। তবে সেই প্রত্যাশার গণ্ডি পেরিয়ে গিয়েছে শাহরুখের ছবি। 

মুক্তির মাত্র এক সপ্তাহ আগে, গত শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘জওয়ান’-এর অগ্রিম বুকিং। শনিবারের মধ্যেই দু’লক্ষের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে অ্যাটলি পরিচালিত এই ছবির, যার ফলে ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে প্রায় সাত কোটি টাকা। বলিউডে বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা, রবিবারের মধ্যে তিন লক্ষ টিকিট বিক্রি হয়ে যাওয়ার কথা শাহরুখের ছবির। চলতি বছরের শুরুতেই ব্লকবাস্টার ছবি ‘পাঠান’ নিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করেছেন শাহরুখ। তবে সেখানেই থামতে রাজি নন তিনি। বাণিজ্য বিশেষজ্ঞদের অনুমান, ‘জওয়ান’-এর মাধ্যমে ‘পাঠান’-কেও টপকে যেতে পারেন বাদশা। ‘পাঠান’-এর অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্যানকে ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ‘জওয়ান’। 

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ‘পাঠান’ গোটা বিশ্বের বক্স অফিসে উপার্জন করেছিল প্রায় ১১০০ কোটি টাকা। অগ্রিম বুকিংয়ে ‘পাঠান’-কে ইতিমধ্যেই টেক্কা দিয়েছে ‘জওয়ান’।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Gadar-2:-‘পাঠান’কে-পিছনে-ফেলে-দ্রুততম-৫০০-কোটির-মুখ-দেখল-‘গদর-২’ Read Next

Gadar 2: ‘পাঠান’কে পিছনে ফেলে...