You will be redirected to an external website

Shakib Khan: পাঁচ বছর পর কলকাতায় আসছেন শাকিব! নতুন ছবিতে দেখা যাবে নায়ককে?

Shakib-Khan:-পাঁচ-বছর-পর-কলকাতায়-আসছেন-শাকিব!-নতুন-ছবিতে-দেখা-যাবে-নায়ককে?

পাঁচ বছর পর কলকাতায় আসছেন শাকিব

কলকাতায় আসছেন শাকিব খান। শেষ ২০১৮ সালে রাজ বিশ্বাস পরিচালিত ছবি ‘নাকাব’-এ তাঁকে দেখেছিল দর্শক। মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। করোনা পরিস্থিতির পরে বাংলাদেশ থেকে কলকাতায় আসেননি অভিনেতা। কঠিন পরিস্থিতির জন্য এ পার বাংলা এবং ও পার বাংলার আসা-যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। পদ্মাপারের অনেক অভিনেতাই চুটিয়ে কাজ করছেন কলকাতায়। 

শোনা যাচ্ছে, অগস্ট মাসে কলকাতায় আসছেন নায়ক। এসকে মুভিজ়ের সঙ্গে আগামী মাসেই মিটিং হওয়ার কথা নায়কের। সব ঠিক থাকলে খুব শীঘ্রই নাকি নতুন সিনেমার কাজ শুরু করবেন। এর আগেও এই ‘এসকে মুভিজ়’ প্রযোজিত ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ ছবিতে দেখেছেন তাঁকে। এ বার কোন নায়িকার সঙ্গে জুটিতে দেখা যাবে শাকিবকে? তা নিয়ে প্রশ্ন চারিদিকে। 

ইদে মুক্তি পেয়েছে শাকিবের নতুন ছবি ‘প্রিয়তমা’। যা নিয়ে চারিদিকে খুবই চর্চা। সম্প্রতি ছবির মুক্তির জন্য আমেরিকায়ও ছিলেন তিনি। ও পার বাংলায় নতুন আলোচনা প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে আবারও কাছাকাছি এসেছেন নায়ক।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ishita-Dutta:-মা-হলেন-বলিউড-অভিনেত্রী-ঈশিতা-দত্ত,শেয়ার-করলেন-ফুটফুটে-সন্তানের-ছবি Read Next

Ishita Dutta: মা হলেন বলিউড অভিনে...