You will be redirected to an external website

ফিতে বেরিয়ে গেলে ঢোকানোর প্রয়োজন কী! পুরনো ক্যাসেটেই লজ্জা নিবারণ উরফির

ফিতে-বেরিয়ে-গেলে-ঢোকানোর-প্রয়োজন-কী!-পুরনো-ক্যাসেটেই-লজ্জা-নিবারণ-উরফির

পুরনো ক্যাসেটেই লজ্জা নিবারণ উরফির

টেপ রেকর্ডারের যুগে ক্যাসেটের ফিতে জড়িয়ে যাওয়া সাধারণ ঘটনা ছিল। পেন দিয়ে ক্যাসেটের চোখ ঘুরিয়ে আবার ফিতে ভিতরে ঢোকানো বেশ কষ্টকর ছিল। উরফি জাভেদ থাকলে তখন মুশকিল আসান হতে পারতেন। তবে এ যুগে ফিতে বেরিয়ে গেলে ঢোকানোর প্রয়োজন কী! ২০২২ সালে পুরনো ক্যাসেটের নতুন ব্যবহার বুঝিয়ে দিলেন উরফি।

একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মডেল-তারকা, যেখানে ঢোলা চেক শার্ট পরে তাঁকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। সামনের টেবিলে ছিল পুরনো টেপ রেকর্ডার আর কয়েকটি ক্যাসেট। সেগুলি নাড়াচাড়া করতে করতেই ফন্দি আসে উরফির মাথায়। একটি ক্যাসেটের ফিতে বেরিয়ে এসেছে। সেটি ধরে টান মেরেই উরফির মুখে হাসির ঝিলিক খেলে গেল। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কয়েক সেকেন্ডে নতুন হয়ে ফিরলেন তারকা। দেখা গেল, ক্যাসেটের ফিতে জড়িয়েই লজ্জা নিবারণ করেছেন এই বার। নতুন ফ্যাশন! আর ফিতেও যে ফেলা যায় না!

উরফির পোশাক ভাবনায় এর আগেও চমকপ্রদ জিনিসের ব্যবহার দেখা গিয়েছে। চটের বস্তা থেকে শুরু করে খবরের কাগজ, অ্যালুমিনিয়ামের তার, ছবি— সব কিছুই অঙ্গে তুলে দেখিয়েছেন তিনি। মস্তিষ্কে এমনই নিত্যনতুন কিম্ভূত ফ্যাশন-ফন্দি, যা দিয়ে বার বার শিরোনামে আসেন তারকা। ক্যাসেটের ফিতে জড়ানো উরফিকে দেখে হাসাহাসি তো হলই, সঙ্গে প্রশংসাও এল এই বার।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

প্রস্তুতি-শেষ,-আগামী-মাসেই-বিয়ে-করছেন-গায়িকা-পলক-মুচ্ছল,-জানেন-পাত্র-কে? Read Next

প্রস্তুতি শেষ, আগামী মাস...