You will be redirected to an external website

মান-অভিমান ভুলে কাছাকাছি শরিফুল রাজ এবং পরীমণি!

মান-অভিমান-ভুলে-কাছাকাছি-শরিফুল-রাজ-এবং-পরীমণি!

মান-অভিমান ভুলে কাছাকাছি শরিফুল রাজ এবং পরীমণি!

ছেলে রাজ্যর এক বছরের জন্মদিন ধুমধাম করে পালন করেন অভিনেত্রী পরীমণি। কিন্তু নায়িকার পাশে স্বামী শরিফুল রাজকে না দেখে অনেক অনুরাগীরই খারাপ লেগেছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যার ছবি দেখে খুশি সবাই। আবারও কাছাকাছি রাজ এবং পরী। দু’জনের মুখে একগাল হাসি। একে অপরের আলিঙ্গনবদ্ধ। সেই ছবিই ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই বিরল মুহূর্ত তৈরি হল ও পার বাংলার প্রযোজক কৌশিক হোসেন তাপসের উদ্যোগে। তাঁরই স্টুডিয়োয় দ্বিতীয় বার কেক কেটে রাজ্যের জন্মদিন উদ্‌যাপন হল। তবে এ বার সঙ্গে ছিলেন রাজ।

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে দেওয়া রাজের সাক্ষাৎকারে কিছুটা হলেও আন্দাজ করেছিলেন অনেকে। রাজ বলেছিলেন, “এ জীবনে আমি অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনও ঝামেলায় জড়াতে চাই না।” ছেলের কথা ভেবে তিনি সব কিছু ঠিক করে নেওয়ার ভাবনা প্রকাশও করেছিলেন। রাজ্যর উপর যাতে কোনও প্রভাব না পড়ে সে কথাই ভেবেছিলেন। 

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে তিনি জানান, পরীমণির সঙ্গেই আছেন। ফিরেছেন বাড়িতে। নায়ক বলেন, “আমি এখন বসুন্ধরার বাড়িতে। আমি ও পরী একসঙ্গেই আছি। গত কাল রাতে বাড়ি ফিরেছি। ঠিকঠাক আছি, ভাল আছি। বাবুকে সময় দিচ্ছি। এ কারণে এখন বেশি কথা বলতে পারছি না। পরে কথা বলব এই বিষয়ে।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Arjun-Malaika:-ফের-বিচ্ছেদের-গুঞ্জন!-অর্জুন-মালাইকার-সম্পর্কে-নাকি-চিড়-ধরেছে Read Next

Arjun-Malaika: ফের বিচ্ছেদের গুঞ্...