কবে বিয়ে করবেন শেহনাজ়?
এক সময় শেহনাজ় গিল এবং সিদ্ধার্থ শুক্লকে একসঙ্গে দেখলে হৃদয় গদগদ হয়ে উঠত অনেকেরই, কারণ যুগলের উপস্থিতিই ছিল এমন। কিন্তু এখন সে সবই অতীত। একত্রে ‘সিডনাজ়’ বলেই ডাকত তাঁদের। কিন্তু সিদ্ধার্থের প্রয়াণের পর ভেঙে গিয়েছিল সিডনাজ় জুটি। এখন কেবল হ্যাশট্যাগ হয়ে ঘুরে বেড়ায় পুরনো ছবির নীচে! সিদ্ধার্থের আকস্মিক মৃত্যু যেন নিমেষে বদলে দিয়েছিল হাসিখুশি অভিনেত্রীকে। তবে জীবন বহমান। শেহনাজ়ও শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। কাজ শুরু করেছেন পুরোদমে। বিভিন্ন তাঁর নামের সঙ্গে জুড়ে প্রেমের গুঞ্জন। কখনও গুরু রানধওয়া, কখনও আবার নৃত্যশিল্পী রাঘব জুয়েলের সঙ্গে। তবে সব খবরই মিথ্যে জানিয়েছেন শেহনাজ়। দিন কয়েক আগে শেহনাজ় আঙুলে হিরের আংটি নিয়েও কম জল্পনা হয়নি। এ বার তাঁর বিয়ের খবর। কবে বিয়ে করবেন শেহনাজ় ভুবন বামকে জানালেন অভিনেত্রী।
শেহনাজ়ের জনপ্রিয় চ্যাট শো-এ বলিউড তারকারা আসেন, মন খুলে কথা বলেন। এ বার শোতে নিজের মনের কথা জানালেন শেহনাজ়। সম্প্রতি তাঁর শো-এ অতিথি হয়ে আসেন জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম। তাঁকেই নিজের ভবিষ্যতের পরিকল্পনার কথা জনান। বিয়ে প্রসঙ্গে শেহনাজ়ের সাফ কথা, ‘‘বিয়েতে ভরসা নেই, জীবনে অর্থ উপার্জন করতে চাই। যাতে যখন কাজ থাকবে তখন হীনম্মন্যতায় ভুগতে না হয়।’’